প্রশ্নোত্তর প্রশ্ন : রামাযান মাসে সফর অবস্থায় ছিয়াম পালন থেকে বিরত থাকা যরূরী কি?

Joined
Jun 29, 2025
Threads
4,831
Comments
0
Reactions
21,651
উত্তর : রামাযান মাসে সফর অবস্থায় ছিয়াম রাখা বা ছাড়া উভয়টিই জায়েয। আবু সাঈদ খুদরী, আনাস, ইবনু আববাস (রাঃ) সহ অনেক ছাহাবী থেকে বর্ণিত হয়েছে যে, রাসূল (ছাঃ)-এর সাথে সফরকালে তিনি ছিয়াম পালনকারী বা পরিত্যাগকারী কাউকেই দোষারোপ করেননি। বরং তিনি কখনো রাখতেন আবার কখনো ছেড়ে দিতেন (বুখারী হা/১৯৪৭, মুসলিম হা/১১১৩, ১১১৮; মিশকাত হা/২০২০)। তবে কষ্টকর হ’লে ছেড়ে দেওয়াই ভাল। এক সফরে রাসূল (ছাঃ) জনৈক ব্যক্তিকে তার সাথীদের দ্বারা ছায়া দান করতে দেখে জিজ্ঞেস করলেন তার কি হয়েছে? তারা বলল, লোকটি ছিয়াম রেখেছে। রাসূল (ছাঃ) তখন বললেন, এটা কোন নেকীর কাজ নয় যে তোমরা সফরে ছিয়াম রাখবে (মুসলিম হা/১১১৫)। নববী বলেন, অর্থাৎ যদি তোমাদের জন্য তা কষ্টকর হয় এবং তোমরা ক্ষতির আশংকা কর (শরহ মুসলিম ঐ ব্যাখ্যা দ্রঃ)
সূত্র: মাসিক আত-তাহরীক।
 
Similar threads Most view View more
Back
Top