প্রশ্নোত্তর প্রশ্ন : মৃত্যুর কারণে কান্নাকাটি করার শারঈ বিধান কী?

FORUM BOT

Doing Automated Jobs

Joined
Nov 1, 2022
Threads
4,869
Comments
4,360
Solutions
1
Reactions
63,080
উত্তর : কোন নিকটাত্মীয়ের মৃত্যু সংবাদে কোনপ্রকার চিৎকার, চেঁচামেচি অথবা আল্লাহর প্রতি অসন্তুষ্টি প্রকাশ না করে দুঃখে ভারাক্রান্ত হওয়া, কান্নাকাটি করা বৈধ, যদি কান্না প্রকৃতিগত হয়ে থাকে। নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিজে তাঁর ছেলে ইবরাহীমের মৃত্যুতে কেঁদেছেন। তিনি বলেছেন,
إِنَّ الْعَيْنَ تَدْمَعُ وَالْقَلْبَ يَحْزَنُ وَلَا نَقُوْلُ إِلَّا مَا يَرْضَى رَبُّنَا وَإِنَّا بِفِرَاقِكَ يَا إِبْرَاهِيْمُ لَمَحْزُوْنُوْنَ ‘চক্ষু অশ্রু বিসর্জন দিচ্ছে, মন ভারাক্রান্ত। তবে আমরা শুধু সেটাই উচ্চারণ করব যা আমাদের প্রতিপালককে সন্তুষ্ট করে। ইবরাহীম! তোমার মৃত্যুতে আমরা দুঃখে ভারাক্রান্ত’ (ছহীহ বুখারী, হা/১৩০৩; ছহীহ মুসলিম, হা/২৩১৫; মিশকাত, হা/১৭২২)। তবে উচ্চৈঃস্বরে কান্নাকাটি করা যাবে না। কেননা এটা জাহেলী প্রথা এবং তাওবা না করে মৃত্যুবরণ করলে ক্বিয়ামতের দিন তাকে দুর্গন্ধযুক্ত পায়জামা ও শরীরে পাঁচড়া সৃষ্টিকারী পোশাক পরিধান করানো হবে (ছহীহ মুসলিম, হা/৯৩৪; মিশকাত, হা/১৭২৭)। উল্লেখ্য, মৃত ব্যক্তির জন্য তিনদিনের বেশি শোক পালন করা নাজায়েয। তবে স্বামীর মৃত্যুতে ৪ মাস ১০ দিন শোক পালন করা যায় (ছহীহ বুখারী, হা/১২৮০; ছহীহ মুসলিম, হা/১৪৮৬)।
সূত্র: মাসিক আল-ইখলাছ।
 
Similar threads Most view View more
Back
Top