New member
Forum Staff
- Joined
- Jun 29, 2025
- Threads
- 4,831
- Comments
- 0
- Reactions
- 21,651
- Thread Author
- #1
উত্তর : ছহীহ হাদীছে কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলিয়ে ফাঁক বন্ধ করে দাঁড়ানোর নির্দেশ এসেছে। যেমন রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেন, ‘তোমরা কাতার সমূহে দুই ইট পরস্পরে মিলানোর ন্যায় মিলে দাঁড়াও এবং দুই কাতারের মাঝের ফাঁক নিকটবর্তী রাখবে। কাঁধসমূহ সমান্তরাল রাখবে। ফাঁক বন্ধ কর, যাঁর হাতে আমার প্রাণ রয়েছে তার কসম! আমি শয়তানকে দেখি যে, কালো ছাগলের বাচ্চার মত সে তোমাদের কাতারের মাঝখানের ফাঁকে ঢুকছে’ (আবুদাঊদ, মিশকাত হা/১০৯৩)। ইবনু ওমর (রাঃ) বলেন, তোমার কাতার সোজা কর, কাঁধ সমূহ সমানভাবে মিলাও, ফাঁক বন্ধ কর এবং শয়তানের জন্য কোন স্থান ফাঁকা রেখো না’ (আবুদাঊদ, সনদ ছহীহ, মিশকাত হা/১১০২)। এক্ষণে সম্ভবপর পায়ে পা লাগিয়ে কাতারবন্দী হ’তে হবে। রাগান্বিত মুছল্লীদের সম্ভবপর বুঝানোর চেষ্টা করতে হবে। এরপরেও না বুঝলে নিজের দেহের পরিসর অনুযায়ী দাঁড়াবে। সূত্র: মাসিক আত-তাহরীক।