প্রশ্নোত্তর প্রশ্ন : বিবাহ, জন্মদিন, দিবস পালন কিংবা বিভিন্ন গানবাজনা ও কনসার্টের জন্য ভিডিও ক্যামেরা ভাড়া দিয়ে অর্থ উপার্জন করা যাবে কি?

Joined
Jun 29, 2025
Threads
4,831
Comments
0
Reactions
21,650
উত্তর : যাবে না। বিবাহের অনুষ্ঠানকে ক্যামেরা বন্দি করা, জন্মদিবস বা অন্য যে কোন দিবস পালন করা অপসংস্কৃতি ও হিন্দুয়ানী প্রথা, যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। আর রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ ‘যে ব্যক্তি বিজাতীয়দের সাদৃশ্য অবলম্বন করে, সে তাদের দলভুক্ত গণ্য হবে’ (আবূ দাঊদ, হা/৪০৩১, সনদ হাসান ছহীহ; ছহীহ বুখারী, হা/৩৪৫৬)। এছাড়া মহান আল্লাহ পাপাচার ও সীমালঙ্ঘন কাজে একে অন্যের সাহায্য করতে নিষেধ করেছেন (সূরা আল-মায়িদাহ : ২)।
গানবাজনা ইসলামে চিরতরে হারাম। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘আমার উম্মতের কতক লোক মদের ভিন্নতর নামকরণ করে তা পান করবে। (তাদের পাপাসক্ত অবস্থায়) তাদের সামনে বাদ্যবাজনা চলবে এবং নর্তকীরা গীত পরিবেশন করবে। আল্লাহ তা‘আলা এদেরকে মাটির নিচে ধ্বসিয়ে দিবেন এবং তাদের কতককে বানর ও শূকরে রূপান্তরিত করবেন’ (ইবনু মাজাহ, হা/৪০২০; আবূ দাঊদ, হা/৩৬৮৮, সনদ ছহীহ)। অতএব উক্ত কর্মকাণ্ড হারাম হওয়ায় সে ব্যাপারে প্রত্যক্ষ ও পরোক্ষ কোন প্রকার সহযোগিতা করা যাবে না।
সূত্র: মাসিক আল-ইখলাছ।
 
Similar threads Most view View more
Back
Top