প্রশ্নোত্তর প্রশ্ন : জামা‘আতে ছালাতরত অবস্থায় শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার উপায় কি?

Joined
Jun 29, 2025
Threads
4,850
Comments
0
Reactions
23,299
উত্তর : ‘আ‘উযুবিল্লা-হ’ বাম দিকে তিনবার থুক মারবে। ওছমান ইবনু আবিল ‘আছ বলেন, ‘হে আল্লাহর রাসূল! শয়তান আমার ছালাত এবং ক্বিরাআতের মধ্যে সন্দেহ সৃষ্টি করে। রাসূলুল্লাহ (ছাঃ) উত্তরে বললেন, ‘এটা একটা শয়তান যাকে ‘খিনযাব’ বলা হয়। সুতরাং তুমি যখন এর খটকা অনুভব করবে, তখন তা থেকে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করবে। অর্থাৎ ‘আ‘উযুবিল্লা-হ’ পড়বে এবং বাম দিকে তিনবার থুক মারবে। রাবী বলেন ‘আমি এ আমল করাতে আল্লাহ আমার হ’তে শয়তানের ওয়াসওয়াসা দূরীভূত করেন (মুসলিম হা/২২০৩; মিশকাত হা/৭৭ ‘ওয়াসওয়াসা’ অনুচ্ছেদ)। উল্লেখ্য যে, থুক মারা অর্থ থুথু ফেলা নয়। সূত্র: মাসিক আত-তাহরীক।
 
Similar threads Most view View more
Back
Top