- Awards
- 17
- Credit
- 2,110
উত্তর : গর্ভবতী মহিলাদের সিয়াম অন্য কেউ পালন করতে পারবে না। বরং তা নিজেকেই কাযা আদায় করতে হবে (সূরা আল-বাক্বারাহ : ১৮৪)। গর্ভবতী অবস্থায় সিয়াম রাখা আবশ্যক। তবে নিজের কিংবা বাচ্চার ক্ষতির আশঙ্কা থাকলে তার জন্য সিয়াম না রাখা বৈধ। কিন্তু নিফাস শেষ হওয়ার পর তাকে অবশ্যই কাযা আদায় করতে হবে (ফাতাওয়া লাজনাহ আদ-দায়েমাহ, ১০ম খণ্ড, পৃ. ২২৬)।
তাও সম্ভব না হলে ফিদইয়া দিবে (আবুদাঊদ হা/২৪০৮, সনদ সহীহ)।
তাও সম্ভব না হলে ফিদইয়া দিবে (আবুদাঊদ হা/২৪০৮, সনদ সহীহ)।
সূত্র: আল-ইখলাছ।
Last edited: