Doing Automated Jobs
- Joined
- Nov 1, 2022
- Threads
- 4,870
- Comments
- 4,360
- Solutions
- 1
- Reactions
- 62,385
- Thread Author
- #1
এগুলো নিম্নরূপঃ (১) মিনায় প্রবেশ করে কংকর নিক্ষেপের আগে অন্য কিছু না করা। (২) কংকর নিক্ষেপ শুরু করার পূর্বে তালবিয়াহ পাঠ বন্ধ করে দেয়া। (৩) প্রতিটি কংকর নিক্ষেপের সময় ‘‘আল্লাহু আকবার’’ বলা। ডান হাতে নিক্ষেপ করা। পুরুষের হাত উঁচু করে নিক্ষেপ করা। মেয়েরা হাত উঁচু করবে না। (৪) কংকরের সাইজ হবে গুলালের গুলির কাছাকাছি বা চানা বুটের দানার চেয়ে একটু বড়। (৫) প্রথমদিন সূর্যোদয়ের পরে মারা সুন্নাত। (৬) দাঁড়ানোর সুন্নত হলো মক্কাকে বামপাশে এবং মিনাকে ডানে রেখে ‘জামারার’ দিকে মুখ করে দাঁড়াবে। এরপর নিক্ষেপ করবে। প্রচন্ড ভীড় হলে যে কোন দিকে দাঁড়িয়েও মারতে পারেন। (৭) একটা কংকর মারার পর আরেকটি মারা। অর্থাৎ দুই কংকরের মধ্যে বেশী সময় না নেয়া। (৮) কংকরগুলো পবিত্র হওয়া মুস্তাহাব। অপবিত্র হলেও তা দিয়ে নিক্ষেপ করা যাবে। তবে মাকরূহ হবে।
সূত্র: প্রশ্নোত্তরে হজ্জ ও উমরা। লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম।
সূত্র: প্রশ্নোত্তরে হজ্জ ও উমরা। লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম।