প্রশ্নোত্তর প্রশ্ন : উচ্চশিক্ষার জন্য নারীরা বিদেশে মাহরাম ব্যতীত একাকী গমন করতে এবং অবস্থান করতে পারবে কি?

Joined
Jun 29, 2025
Threads
4,831
Comments
0
Reactions
21,649
উত্তর : মাহরাম ব্যতীত কোন নারীর একাকী দূরে সফরে কিংবা বিদেশে গমন করা নিষিদ্ধ। নারীর সার্বিক নিরাপত্তা বিধান ও ফেৎনা থেকে প্রতিরক্ষার জন্যই ইসলামের এই নীতি। রাসূল (ছাঃ) বলেন, মেয়েরা মাহরাম ব্যতীত অন্য কারো সাথে সফর করবে না এবং মাহরাম কাছে নেই এমতাবস্থায় কোন পুরুষ কোন মহিলার নিকট গমন করতে পারবে না। এ সময় এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল! আমি অমুক অমুক সেনাদলের সাথে জিহাদ করার জন্য যেতে চাচ্ছি। কিন্তু আমার স্ত্রী হজ্জ করতে যেতে চাচ্ছে। রাসূল (ছাঃ) বললেন, তুমি তার সাথেই যাও (বুখারী হা/১৮৬২; মুসলিম হা/১৩৪১)। এক্ষণে যদি পথের নিরাপত্তা থাকে কিংবা অন্যান্য নারীদের সাথে পূর্ণ নিরাপত্তা ও ইয্যত-আব্রু রক্ষা করে সেখানে গমন বা অবস্থানের নিশ্চয়তা থাকে, তাহ’লে তারা শর্তসাপেক্ষে বিদেশে বা দূর শহরে উচ্চশিক্ষার জন্য যেতে পারে। আর যদি কোন প্রকার ফিৎনার আশংকা থাকে বিশেষত অমুসলিম দেশে, তবে তা হারাম হবে। কেননা উচ্চশিক্ষার চেয়ে নিজের ঈমান-আমল এবং ইয্যত-আব্রু হেফাযত করা অধিক যরূরী এবং ফরযে আইন (ফাতাওয়া লাজনা দায়েমাহ ১২/১৭৮)
সূত্র: মাসিক আত-তাহরীক।
 
Similar threads Most view View more
Back
Top