প্রশ্নোত্তর প্রশ্ন : আল্লাহর নাম কি নির্দিষ্ট সংখ্যায় সীমিত?

Joined
Jun 29, 2025
Threads
4,868
Comments
0
Reactions
2,981
উত্তর : না, আল্লাহর নামগুলো নির্দিষ্ট সংখ্যায় সীমিত নয় (মুসনাদে আহমাদ হা/৩৭১২; সিলসিলা ছহীহাহ হা/১৯৯)। আল্লাহর নামের ভাণ্ডারে যে সমস্ত নাম সংরক্ষিত রেখেছেন, তা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। অতএব আল্লাহর নাম সীমিত নয়। তবে বুখারীতে একটি হাদীছে ৯৯টি নামের কথা এসেছে। কিন্তু সেটা দ্বারাও নির্দিষ্ট বুঝায় না। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, إِنَّ لِلهِ تِسْعَةً وَتِسْعِيْنَ اسْمَا مِائَةً إِلَّا وَاحِدًا مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ ‘আল্লাহর এমন নিরানব্বইটি নাম রয়েছে, যে ব্যক্তি এগুলো গণনা করবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে’ (ছহীহ বুখারী, হা/২৭৩৬, ৭৩৯২; ছহীহ মুসলিম হা/২৬৭৭; মিশকাত হা/২২৮৭)। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া (রাহিমাহুল্লাহ) বলেন যে, নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে আল্লাহর নামসমূহের নির্দিষ্ট সংখ্যার কোন বর্ণনা ছহীহ সূত্রে সাব্যস্ত হয়নি (ফাতাওয়া আরকানুল ইসলাম, পৃ. ৩১ এবং পৃ. ৭৪-৭৬)। সূত্র: মাসিক আল-ইখলাছ।
 
Similar threads Most view View more
Back
Top