Doing Automated Jobs
- Joined
- Nov 1, 2022
- Threads
- 4,864
- Comments
- 4,360
- Solutions
- 1
- Reactions
- 63,008
- Thread Author
- #1
উত্তরঃ আলহামদুলিল্লাহ্
হজ্জে বদলের জন্য খরচ নিয়ে বেঁচে গেলে যদি দেওয়ার সময় মুওয়াক্কেল বলে যে, ‘যা খরচ হয় কারো বা এই অর্থ থেকে খরচ করো’ তাহলে বাকী অর্থ ফেরত দিতে হবে।
অনথ্যা যদি অর্থ দেওয়ার সময় বলে যে, ‘এ অর্থ তোমাকে আমার নামে হজ্জ করার জন্য দিলাম’ তাহলে ফেরত না দিলেও দোষ নেই। ৪১০ (ঐ ২/৬৫২)
আল্লাহ্ই ভাল জানেন।
সূত্র: দ্বীনী প্রশ্নোত্তর
লেখক: আব্দুল হামিদ ফাইযী আল মাদানী
হজ্জে বদলের জন্য খরচ নিয়ে বেঁচে গেলে যদি দেওয়ার সময় মুওয়াক্কেল বলে যে, ‘যা খরচ হয় কারো বা এই অর্থ থেকে খরচ করো’ তাহলে বাকী অর্থ ফেরত দিতে হবে।
অনথ্যা যদি অর্থ দেওয়ার সময় বলে যে, ‘এ অর্থ তোমাকে আমার নামে হজ্জ করার জন্য দিলাম’ তাহলে ফেরত না দিলেও দোষ নেই। ৪১০ (ঐ ২/৬৫২)
আল্লাহ্ই ভাল জানেন।
সূত্র: দ্বীনী প্রশ্নোত্তর
লেখক: আব্দুল হামিদ ফাইযী আল মাদানী