প্রতিযোগিতার ক্ষেত্র সম্পর্কে – ইমাম হাসান বাসরী

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Top Active User
Joined
Jan 3, 2023
Threads
982
Comments
1,168
Solutions
1
Reactions
10,745
• মানুষকে ভালো কাজ করতে দেখলে, সে কাজের ক্ষেত্রে তাদের সাথে প্রতিযোগিতা করবে। আর মন্দ কিছু করতে দেখলে, এড়িয়ে চলবে। [১]

• প্রকৃত মুমিন নিজেকে সবসময় পরবাসী মনে করে।কাজেই জাগতিক অপমানে সে ভেঙে পড়ে না। সম্মান লাভের জন্য কারও সাথে প্রতিযোগিতা করে না। ফলে সমাজের লোকেরা তার কাছ থেকে শান্তি ও নিরাপত্তা পায়। সে নিজেও আমল নিয়ে ব্যাপৃত থাকার সুযোগ পায়। [২]

• কেউ যদি দ্বীনি বিষয়ে তোমার সাথে প্রতিযোগিতা করতে চায়, তবে তাকে স্বাগত জানাবে। আর যদি পার্থিব বিষয়ে প্রতিযোগিতা করতে চায়, তবে তাকে প্রত্যাখ্যান করবে। [৩]

• কাউকে দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করতে দেখলে, তুমি তার সাথে আখিরাত নিয়ে প্রতিযোগিতা করবে। [৪]

[১] হিলইয়াতুল আউলিয়া, খন্ড : ২
[২] আয যুহদ লিল ইমাম আহমাদ, পৃষ্ঠা : ৩৩৩
[৩] কিতাবু আদাবিল হাসান বাসরী ওয়া যুহদিহি ওয়া মাওয়ায়িযিহি লি ইবনিল জাওযি, পৃষ্ঠা : ৬৮
[৪] সিয়ারুস সালাফিস সালিহিন লি কাওয়ামিস সুন্নাহ আবিল কাসিম আল আসবাহানি, খন্ড : ৩
 
Last edited:
Back
Top