সালাত প্রচলিত বিতর সলাত

Joined
Aug 6, 2024
Threads
82
Comments
92
Solutions
1
Reactions
1,103
পদ্ধতিটি আমাদের দেশে প্রচলিত। এ পদ্ধতিতে ২য় রাকআত শেষে বসে তাশাহহুদ পড়া হয়।

(১) বিশ্বের খ্যাতনামা আলেম ভারতের আল্লামা ছফীউর রহমান মুবারকপুরী বলেছেন, রাসূলুল্লাহ (স) এ নিয়মে বিতর পড়েছেন মর্মে কোনো সহীহ হাদীস পাওয়া যায় না।

(২) মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পি.এইচ.ডি. গবেষকদের উস্তায ড. ফাইহান শালী আল মুতাইরী বলেছেন, নবী (স) বা তাঁর সাহাবাদের কেউ-ই এ পদ্ধতিতেবিত্র পড়েছেন এ মর্মে কোনো বিশুদ্ধ প্রমাণ নাই।

(৩) 'যাদুল মাআদে ইবনুল কায়্যিম (র) রাসূলুল্লাহ (স)-এর বিতর পড়ার ৫টি পদ্ধতি বর্ণনা করেছেন। তন্মধ্যে আমাদের মাঝে প্রচলিত পদ্ধতিটি আলোচনায়ই আনেননি। কেননা, এটা সহীহ হাদীসের পরিপন্থী। বরং রাসূলুল্লাহ (স) এ পদ্ধতিতে বিতর পড়তে নিষেধ করেছেন। তিনি বলেন, لَا تُوْتِرُوْا بِثَلَاثٍ وَلَا تَشَبَّهُوْا بِصَلَاةِ الْمَغْرِبِ

"তোমরা মাগরিবের নামাযের মতো করে তিন রাকআত বিতরের নামায পড়ো না।” (দারে কুতনী ১৬৫০, পৃষ্ঠা ২/৩৪৪, সহীহ ইবনু হিব্বান: ২৪২৯)।

আর মক্কা ও মদীনার মসজিদগুলোতে ১ম ও ২য় পদ্ধতিতে বিতর পড়ে থাকে, কিন্তু ৩য় পদ্ধতিতে বিতর পড়তে কখনো দেখিনি।
 
রিসার্ছ করার পর হাদিস পরেও নিজেই আমার কাছে মনে হয়েছে কেনো এই পদ্দতিটি এখনো আকরে ধরা? হানাফি ফিকহ এর ভেতর অনেক ভালো আলেম আছেন, তারা কেনো সবচেয়ে মজবুত মতটী গ্রহন করেন না যেখানে ইমাম আবু হানিফা রহঃ বলে গেছেন রাসুল সাঃ সহিহ হাদিসই আমার মত। যেখানে তার মতের বিপরীতে প্রুফসহ জোরালো মত পাওয়া যায় সেখানে সেই মত কেই গ্রহন করতে বলার নির্দেশ দিয়েছেন।
 
Back
Top