পুরুষ ডাক্তার কর্তৃক বাচ্চা ডেলিভারির বিধান

Golam RabbyVerified member

Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
647
Comments
790
Reactions
6,877
উত্তর : একজন মুসলিম মহিলার জন্যে এটি বৈধ নয় যে, তাঁর চিকিৎসা একজন পুরুষ ডাক্তার করাবেন অথবা কোনো পুরুষ তাঁর ডেলিভারি করাবেন অথবা তাঁর শরীরের কোনো অংশ দেখবেন যা পর্দার অন্তর্ভুক্ত; শুধুমাত্র যদি না সেসময় কোনো উপযোগী মহিলা (ধাত্রী) না থাকেন।

আর হ্যাঁ, এটি একজন মহিলার জন্যে তখন বৈধ হবে যখন তাঁর অবস্থা জরুরী হবে এবং (সাধারণ অবস্থায়) পুরুষ ডাক্তারের সাথে ডেলিভারি হোক বা অন্য কোনো সমস্যা নিয়ে পরামর্শ করা উচিত নয়।

আল্লাহ সুবহানাল্লাহু তা'য়ালাই সবচেয়ে ভালো জানেন।


– ইসলাম ওয়েব (ওয়েবসাইট), ফাতাওয়া নং : ৮৩৯৮৭
অনুবাদ : মুহাম্মদ নিজাম উদ্দিন
 
জানার জন্য জিজ্ঞাসা করছি, সালাফি আকিদায় পরিচালিত হাসপাতাল কি আদৌ বাংলাদেশে আছে? থাকলে ঠিকানা দিন মহতারাম।
 
জানার জন্য জিজ্ঞাসা করছি, সালাফি আকিদায় পরিচালিত হাসপাতাল কি আদৌ বাংলাদেশে আছে? থাকলে ঠিকানা দিন মহতারাম।
হাসপাতাল নেই তবে মহিলা স্ত্রীরোগ বিশেষজ্ঞ তো আছেন। তাই, একটু খুঁজে ভালো মহিলা ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত।
 
Back
Top