ইমাম ইবনে জাওজি (রাহিমাহুল্লাহ) বলেন :
অনেক সময় পাপী ব্যক্তি নিজেকে ও নিজের সম্পদের বাহ্যিক নিরাপত্তা দেখে ধারণা করে যে, সে তার পাপের কারণে শাস্তি পায়নি। কিন্তু সে টেরও পায় না যে, ইতোমধ্যে সে শাস্তিপ্রাপ্ত হয়েছে। জ্ঞানীরা বলেন, পাপের পরে পাপ করা আগের পাপের শাস্তি। নেকের পরে নেক আমল করা আগের নেক আমলের পুরস্কার। পাপের কারণে আপতিত দুনিয়াবি শাস্তি উহ্যও হয়ে থাকে, ফলে তা বোঝা দুষ্কর হয়ে যায়। যেমন বনি ইসরাইলের এক আলেম বলল, হে রব, আমি কত গুনাহ করলাম, অথচ আপনি আমাকে একটুও শাস্তি দিলেন না? তাকে বলা হলো, তুমি যে কত শাস্তিপ্রাপ্ত হয়েছ, তা তুমি নিজেই জানো না। আমি কি তোমাকে আমার সাথে একান্ত আলাপন থেকে বঞ্চিত করিনি?
– সাইদুল খাতির : ৮৪
– অন্তরের আমল (১ম খন্ড), শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ, রুহামা পাবলিকেশন
বি. দ্র : রুহামা পাবলিকেশন সালাফী প্রকাশনী নয়। সকলকে সাবধানতা অবলম্বনের অনুরোধ করছি। কোনো বিষয়ে সন্দেহ হলে সম্মানিত সালাফী আলেমদের শরণাপন্ন হোন।
অনেক সময় পাপী ব্যক্তি নিজেকে ও নিজের সম্পদের বাহ্যিক নিরাপত্তা দেখে ধারণা করে যে, সে তার পাপের কারণে শাস্তি পায়নি। কিন্তু সে টেরও পায় না যে, ইতোমধ্যে সে শাস্তিপ্রাপ্ত হয়েছে। জ্ঞানীরা বলেন, পাপের পরে পাপ করা আগের পাপের শাস্তি। নেকের পরে নেক আমল করা আগের নেক আমলের পুরস্কার। পাপের কারণে আপতিত দুনিয়াবি শাস্তি উহ্যও হয়ে থাকে, ফলে তা বোঝা দুষ্কর হয়ে যায়। যেমন বনি ইসরাইলের এক আলেম বলল, হে রব, আমি কত গুনাহ করলাম, অথচ আপনি আমাকে একটুও শাস্তি দিলেন না? তাকে বলা হলো, তুমি যে কত শাস্তিপ্রাপ্ত হয়েছ, তা তুমি নিজেই জানো না। আমি কি তোমাকে আমার সাথে একান্ত আলাপন থেকে বঞ্চিত করিনি?
– সাইদুল খাতির : ৮৪
– অন্তরের আমল (১ম খন্ড), শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ, রুহামা পাবলিকেশন
বি. দ্র : রুহামা পাবলিকেশন সালাফী প্রকাশনী নয়। সকলকে সাবধানতা অবলম্বনের অনুরোধ করছি। কোনো বিষয়ে সন্দেহ হলে সম্মানিত সালাফী আলেমদের শরণাপন্ন হোন।
Last edited: