Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,105
- Comments
- 1,296
- Solutions
- 1
- Reactions
- 12,206
- Thread Author
- #1
ইমাম ইবনুল ক্বাইয়্যিম (রাহিমাহুল্লাহ) বলেছেন:
“পাপীদের জন্য এই দুনিয়ায় তিনটি বড় নদী আছে যেগুলোর মাধ্যমে তারা নিজেদেরকে পবিত্র করতে পারে। তারা যদি এগুলোতে পর্যাপ্তভাবে পবিত্র না হতে পারে তাহলে কিয়ামতের দিন তারা জাহান্নামের আগুনের নদীতে পবিত্র হবে:
১. একনিষ্ঠ তাওবাহর নদী।
২. সৎকর্মসমূহের নদী যা তার চারপাশের পাপগুলোকে সম্পূর্ণরূপে শোষণ করে।
৩. ভয়ংকর বালা মুসিবতের নদী যা পাপ মোচন করে।
তাই আল্লাহ যখন তাঁর বান্দার কল্যাণ চান, তিনি তাকে এই তিনটি নদীর কোনো একটিতে প্রবেশ করান; ফলস্বরূপ সে কিয়ামতের দিন পবিত্র ও পাপমুক্ত অবস্থায় উপস্থিত হবে এবং তার পবিত্রকরণের চতুর্থ ধাপের প্রয়োজন হবে না।”
– ইবনুল ক্বাইয়্যিম, মাদারিজ আল সালিকীন (১/৪৮১), আতা'আত আল-ইলম সংস্করণ
“পাপীদের জন্য এই দুনিয়ায় তিনটি বড় নদী আছে যেগুলোর মাধ্যমে তারা নিজেদেরকে পবিত্র করতে পারে। তারা যদি এগুলোতে পর্যাপ্তভাবে পবিত্র না হতে পারে তাহলে কিয়ামতের দিন তারা জাহান্নামের আগুনের নদীতে পবিত্র হবে:
১. একনিষ্ঠ তাওবাহর নদী।
২. সৎকর্মসমূহের নদী যা তার চারপাশের পাপগুলোকে সম্পূর্ণরূপে শোষণ করে।
৩. ভয়ংকর বালা মুসিবতের নদী যা পাপ মোচন করে।
তাই আল্লাহ যখন তাঁর বান্দার কল্যাণ চান, তিনি তাকে এই তিনটি নদীর কোনো একটিতে প্রবেশ করান; ফলস্বরূপ সে কিয়ামতের দিন পবিত্র ও পাপমুক্ত অবস্থায় উপস্থিত হবে এবং তার পবিত্রকরণের চতুর্থ ধাপের প্রয়োজন হবে না।”
– ইবনুল ক্বাইয়্যিম, মাদারিজ আল সালিকীন (১/৪৮১), আতা'আত আল-ইলম সংস্করণ