- Joined
- Feb 23, 2023
- Threads
- 347
- Comments
- 399
- Reactions
- 1,898
- Thread Author
- #1
পরিবার থেকে অশান্তি দূর করতে হলে পরিবারে ইসলামী বিধান কায়েম করতে হবে এবং অশান্তি সৃষ্টি করে এমন কর্ম যেমন গীবত, চোগলখুরী, হিংসা, অহংকার, বেপর্দা, অশ্লীলতা, যুলুম প্রভৃতি বন্ধ করতে হবে। রাসূল (ছাঃ) বলেন, শুধুমাত্র হৃদয়হীন, নিষ্ঠুর ও দুর্ভাগা মানুষের কাছ থেকেই রহমত ছিনিয়ে নেয়া হয় (আবুদাউদ হা/৪৯৪২; মিশকাত হা/৪৯৬৮; ছহীহুত তারগীব হা/২২৬১)। সেই সাথে আল্লাহর প্রতি আনুগত্যশীল ইসলামী পরিবার গড়ে তুলতে হবে।
সর্বদা পরিবারের জন্য আল্লাহর নিকট দো‘আ করতে হবে। সর্বোপরি পরিবারে পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তুলতে পারলেই অশান্তি দূর হবে ইনশাআল্লাহ।
আত তাহরীক
সর্বদা পরিবারের জন্য আল্লাহর নিকট দো‘আ করতে হবে। সর্বোপরি পরিবারে পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তুলতে পারলেই অশান্তি দূর হবে ইনশাআল্লাহ।
আত তাহরীক