নোমান আলি খানের মিউজিক নিয়ে ভ্রান্ত ধারণা

Joined
Nov 5, 2024
Threads
29
Comments
64
Reactions
394
আসসালামু আলাইকুম।

আজ ওয়ান মেসেজ ফাউন্ডেশনের শেইখ উসমান প্রকাশ্যে নোমান আলি খানের মিউজিক নিয়ে ভ্রান্ত ধারণা এবং গোংরামি খন্ডন করেন। নোমান আলি খানের পুর্বের বক্তব্য নিয়ে শেখ উসমান তাকে হোয়াটস্যাপ এ গোপনে নসিহত করার চেষ্টা করেন। কিন্তু সেখানে আরো ভালো দাই'দের উপস্থিতিতে যথাযথ প্রমাণ পেশ করার পরও নোমান আলি খান নিজের মতামতের উপর অটল থেকে গ্রুপ ত্যাগ করেন। শেখ উসমান এক বছর এই বিষয়ে তাকে রিসার্ছ করার সময় দেন যাতে অজ্ঞতা দূর হয়। সুবহানাল্লাহ, নিশ্চয়ই ইগো এবং প্রাইড আমাদেরকে ভুল পথে নিয়ে যায় এবং এর থেকে কেউ নিস্তার পাবে না যদি না তারা আল্লাহ'র উপর প্রকৃতভাবে আত্মসমর্পন করে এবং সাহায্য প্রার্থনা করে।

প্রথমত দেখা যায়, নোমান আলি খান সুরাহ লূকমানের ৬ নং আয়াতে মিউজিকের ব্যাপারে কথা বলা নিয়ে সন্দেহ পোষণ করে এবং পরে হাদিসের চেইন নিয়েও ভ্রান্ত মন্তব্য করে। ভিডিওতে শেখ উসমান তার সমস্ত কিছু দলিলের ভিত্তি করে সবাইকে সতর্ক করেন। নিশ্চয়ই এটা খুব দুঃখের যখন একজন প্রসিদ্ধ ব্যাক্তি হারামকে হালালের দিকে নিয়ে যেতে চান এবং হাদিস কুরআন এর দলিল গ্রহনে।বিস্তারিত পুরো ভিডিওতে দেখুন।

আল্লাহ আমাদের পথভ্রষ্ট হওয়া থেকে আশ্রয় দান করুন এবং বাতিল জ্ঞান এবং ব্যাক্তিদের ফলো করা থেকে দূরে রাখুন।

 
উছমান তো আরেক ভ্রান্ত লোক। আর সালাফি ফোরামে এসব ফালতু পোস্ট করছেন কেন? পোস্ট করার টপিক খুজে পান না? নোমান আলী খান কোনো স্কলার না। তাই সে আজেবাজে কথা বলবেই। দালিলিক খণ্ডন লেখেন। এক ভ্রান্ত আরেক ভ্রান্তকে বুঝাচ্ছে। আর আপনি সংবাদ প্রদান করতে এসেছেন
 
উছমান তো আরেক ভ্রান্ত লোক। আর সালাফি ফোরামে এসব ফালতু পোস্ট করছেন কেন? পোস্ট করার টপিক খুজে পান না? নোমান আলী খান কোনো স্কলার না। তাই সে আজেবাজে কথা বলবেই। দালিলিক খণ্ডন লেখেন। এক ভ্রান্ত আরেক ভ্রান্তকে বুঝাচ্ছে। আর আপনি সংবাদ প্রদান করতে এসেছেন

আসসালামু আলাইকুম, ভাই।

আল্লাহ বলেন,
"জ্ঞান-বুদ্ধি আর উত্তম উপদেশের মাধ্যমে তুমি (মানুষকে) তোমার প্রতিপালকের পথে আহবান জানাও আর লোকেদের সাথে বিতর্ক কর এমন পন্থায় যা অতি উত্তম। তোমার প্রতিপালক ভালভাবেই জানেন কে তাঁর পথ ছেড়ে গুমরাহ হয়ে গেছে। আর কে সঠিক পথে আছে তাও তিনি বেশি জানেন।" - আন নাহল ১২৫

আপনি আপনার ব্যবহার আর মুখের ভাষা সুন্দর করুন। একজন মুসলিম ভাই এর সাথে যদি দ্বিমত হোন তাহলেও সেটা সুন্দরভাবে বলতে পারেন এটা জ্ঞানীদের জন্যে আবশ্যক নাহলে তার জ্ঞানের কোনো মূল্য থাকবে না ।যদি পোস্ট ফালতু হয় সেটা ফোরামের @SalafiForum বিজ্ঞ স্টাফরা অবশ্যই মনিটর করবে এবং প্রয়োজনে রিমুভ করে দিবে। ফোরাম হলো জ্ঞান অর্জনের একটা বড় মাধ্যম, সালাফি ফোরাম মানে সালাফিদের সঠিক জ্ঞান এবং কোনটা সঠিক নয় তাও জানা এবং এখানে অবশ্যই অনেক নতুন মেম্বার বা জ্ঞান অন্বেষণকারী থাকতে পারে যারা হয়তো সবার বেপারে জানা নাও থাকতে পারে।


এবং আল্লাহ বলেন,

"মু’মিনরা পরস্পর ভাই ভাই, কাজেই তোমাদের ভাইদের মধ্যে শান্তি-সমঝোতা স্থাপন কর, আর আল্লাহকে ভয় কর, যাতে তোমরা দয়া প্রাপ্ত হও।"
"হে মু’মিনগণ! তোমরা অধিক ধারণা হতে বিরত থাক। কতক ধারণা পাপের অন্তর্ভুক্ত।" - সুরাহ হুজুরাত।

আমি সকলের সম্পর্কে ভালো ধারণা পোষণ করি যতক্ষন না তার কোন শিরক বা কুফরির মত বড় বিষয় দেখা যায়। আমি শেখ উসমানের এমন কোনো বিষয় দেখিনি তাই আমি তার সম্পর্কের সুধারনা পোষণ করি এবং রাসুল সাঃ বলেছেন, মুমিনরা এক দেহ এর মতন। তাই যদি আমি দেখি আমার কোনো ভাই বিপথে গেছে , আমি দুয়া করি আল্লাহ তাকে সঠিক পথে ফিরিয়ে আমার এবং তার ভুলত্রুতি ক্ষমা করুন কারণ আমরা কেউ আমল দিয়ে জান্নাত পাবো না তার দয়া ছাড়া। কাউকে সঠিক পথে আসতে দেখলে আমার আনন্দ হয়, আমি কারো বিপথে যাওয়া দেখে আনন্দিত হই না।

আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন!
 

আসসালামু আলাইকুম, ভাই।

আল্লাহ বলেন,
"জ্ঞান-বুদ্ধি আর উত্তম উপদেশের মাধ্যমে তুমি (মানুষকে) তোমার প্রতিপালকের পথে আহবান জানাও আর লোকেদের সাথে বিতর্ক কর এমন পন্থায় যা অতি উত্তম। তোমার প্রতিপালক ভালভাবেই জানেন কে তাঁর পথ ছেড়ে গুমরাহ হয়ে গেছে। আর কে সঠিক পথে আছে তাও তিনি বেশি জানেন।" - আন নাহল ১২৫

আপনি আপনার ব্যবহার আর মুখের ভাষা সুন্দর করুন। একজন মুসলিম ভাই এর সাথে যদি দ্বিমত হোন তাহলেও সেটা সুন্দরভাবে বলতে পারেন এটা জ্ঞানীদের জন্যে আবশ্যক নাহলে তার জ্ঞানের কোনো মূল্য থাকবে না ।যদি পোস্ট ফালতু হয় সেটা ফোরামের @SalafiForum বিজ্ঞ স্টাফরা অবশ্যই মনিটর করবে এবং প্রয়োজনে রিমুভ করে দিবে। ফোরাম হলো জ্ঞান অর্জনের একটা বড় মাধ্যম, সালাফি ফোরাম মানে সালাফিদের সঠিক জ্ঞান এবং কোনটা সঠিক নয় তাও জানা এবং এখানে অবশ্যই অনেক নতুন মেম্বার বা জ্ঞান অন্বেষণকারী থাকতে পারে যারা হয়তো সবার বেপারে জানা নাও থাকতে পারে।


এবং আল্লাহ বলেন,

"মু’মিনরা পরস্পর ভাই ভাই, কাজেই তোমাদের ভাইদের মধ্যে শান্তি-সমঝোতা স্থাপন কর, আর আল্লাহকে ভয় কর, যাতে তোমরা দয়া প্রাপ্ত হও।"
"হে মু’মিনগণ! তোমরা অধিক ধারণা হতে বিরত থাক। কতক ধারণা পাপের অন্তর্ভুক্ত।" - সুরাহ হুজুরাত।

আমি সকলের সম্পর্কে ভালো ধারণা পোষণ করি যতক্ষন না তার কোন শিরক বা কুফরির মত বড় বিষয় দেখা যায়। আমি শেখ উসমানের এমন কোনো বিষয় দেখিনি তাই আমি তার সম্পর্কের সুধারনা পোষণ করি এবং রাসুল সাঃ বলেছেন, মুমিনরা এক দেহ এর মতন। তাই যদি আমি দেখি আমার কোনো ভাই বিপথে গেছে , আমি দুয়া করি আল্লাহ তাকে সঠিক পথে ফিরিয়ে আমার এবং তার ভুলত্রুতি ক্ষমা করুন কারণ আমরা কেউ আমল দিয়ে জান্নাত পাবো না তার দয়া ছাড়া। কাউকে সঠিক পথে আসতে দেখলে আমার আনন্দ হয়, আমি কারো বিপথে যাওয়া দেখে আনন্দিত হই না।

আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন!
 
Back
Top