সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

নুহ আলাইহিস সালামের দু'আ

Md Atiar Rahaman Halder

Salafi

Salafi User
Threads
62
Comments
84
Reactions
758
Credits
422
কুরআন : জ্ঞান ও অজ্ঞতা সমান নয়

وَمَا يَسْتَوِي الْأَعْمَىٰ وَالْبَصِيرُ (19) وَلَا الظُّلُمَاتُ وَلَا النُّورُ (20) وَلَا الظِّلُّ وَلَا الْحَرُورُ (21) وَمَا يَسْتَوِي الْأَحْيَاءُ وَلَا الْأَمْوَاتُ ۚ إِنَّ اللَّهَ يُسْمِعُ مَن يَشَاءُ ۖ وَمَا أَنتَ بِمُسْمِعٍ مَّن فِي الْقُبُورِ (22)​

১৯. আর সমান নয় অন্ধ ও দৃষ্টিমান ব্যক্তি।
২০. এবং সমান নয় অন্ধকার ও আলো ।
২১. এবং সমান নয় ছায়া ও রৌদ্র ।
২২. আর সমান নয় জীবিত ও মৃত ।

নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা শ্রবণ করান। যারা কবরে আছে আপনি তাদের শুনাতে পারবেন না। (৩৫-ফাতের : আয়াত - ১৯-২২ )

হাদীস : ইলম অর্জন করা নর-নারী সবার জন্য ফরজ

عَنْ أَنَسٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ لا طَلَبُ الْعِلْمِ فَرِيْضَةٌ عَلى كُلِّ مُسْلِمٍ​

অর্থ : আনাস হতে বর্ণিত। রাসূলে কারীম কামাল বলেছেন, ইলম অর্জন করা প্রত্যেক মুসলিমের ওপর ফরজ তথা অবশ্য কর্তব্য । (ইবনে মাজাহ : ২২৪)

দু'আ : নূহ আলাইহিস সালামের দু'আ

رَبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَتِ وَلَا تَزِدِ الظَّلِمِينَ الأَتَبَارًا​

উচ্চারণ : রাব্বিগ ফিরলী ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বায়তিয়া মুমিনাও ওয়ালিল মু'মিনান ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিজ জ্বোয়ালিমীনা ইল্লা তাবারা ।

অর্থ : হে প্রভু! আমাকে, আমার পিতা-মাতাকে এবং মুমিন হয়ে আমার ঘরে যারা প্রবেশ করবে এমন সব লোককে এবং মুমিন পুরুষ ও মহিলাদেরকে ক্ষমা করে দাও । আর যালেমদের জন্যে ধ্বংস ছাড়া অন্য কিছুই বৃদ্ধি করো না ।
(৭১-নূহ : আয়াত ২৮)




কিতাব: ৩৬৫ দিনের ডায়েরি কুরআন, হাদিস ও দোয়া
সংকলন:
মোঃ নুরুল ইসলাম মনি
মোঃ রফিকুল ইসলাম​
 
COMMENTS ARE BELOW

Hasan Ali

Salafi

Salafi User
Threads
4
Comments
36
Reactions
44
Credits
67
জাজাকাল্লাহ খাইরান

আল্লাহ আমাদেরকে হেফাজত করুন
 
Top