সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
Yiakub Abul Kalam

নিজেরা একটা বিদআত করবে, আর বিরোধীদের কাফের আখ্যা দেবে।

নিজেরা একটা বিদআত করবে, আর বিরোধীদের কাফের আখ্যা দেবে।



শায়খুল ইসলাম ইবনে তায়মিয়া রহিমাহুল্লাহ বলেন: খারেজীরাই প্রথম মুসলিমদেরকে পাপ করার কারণে কাফের বলেছে। তাদের এই বিদয়াতী চিন্তাধারার যারা বিরোধিতা করে, তাদেরকেও কাফের বলেছে। এবং বিরোধীদের রক্ত ও সম্পদ হালাল বানিয়ে নিয়েছে।

সব বিদয়াতীরই একই অবস্থা। নিজেরা একটা বিদয়াত করবে, আর বিরোধীদের কাফের আখ্যা দেবে।

কিন্তু, আহলুস সুন্নাহ ওয়াল জামা'আত সর্বাবস্থায় কুরআন সুন্নাহর অনুসরণ করে। আল্লাহ ও তাঁর রাসূলের অনুকরণে চলে। সুতরাং, তারা যেমন সত্যপন্থী, তেমনি সৃষ্টির প্রতি দয়াদ্র।

مجموع الفتاوى: (٢٧٩/٣)
 
Top