অন্যান্য নমরূদ মশার কামড়ে মারা গিয়েছিল বলে সমাজে যে ঘটনা প্রসিদ্ধ আছে তা কতটুকু নির্ভরযোগ্য?

Joined
Feb 23, 2023
Threads
367
Comments
419
Reactions
2,146
উত্তর : নমরূদ কিভাবে মারা গেছে সে সম্পর্কে কুরআন ও হাদীছে কিছু বলা হয়নি। তবে তাফসীর ও ইতিহাসের গ্রন্থ সমূহে পাওয়া যায় যে, মশা দ্বারা আক্রান্ত হয়ে সে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল (কুরতুবী, ইবনু কাছীর, বাক্বারাহ ২৫৯-এর তাফসীর দ্র., আল-বিদায়াহ ১/১৭২)। তবে এ সবই ইস্রাঈলী বর্ণনা।

যে বিষয়ে রাসূল (ছাঃ) বলেন,
‘তোমরা আহলে কিতাবদের সত্য বলোনা এবং মিথ্যাও বলোনা। বরং বল, আমরা বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর উপরে এবং যা আমাদের প্রতি নাযিল হয়েছে, তার উপর’ (বুখারী হা/৪৪৮৫; মিশকাত হা/১৫৫)।

মাসিক আত তাহরীক সেপ্টেম্বর ২০২০
 
Back
Top