দুনিয়ার নেককার স্ত্রী হুরদের চেয়েও উত্তম।

Joined
Jul 26, 2024
Threads
27
Comments
28
Reactions
290
শায়খ উসায়মীন (রহঃ) বলেন,

المرأة الصالحة في الدنيا يعني الزوجة تكون خيرا من الحور العين في الآخرة وأطيب وأرغب لزوجها، فإن النبي صلى الله عليه وعلى آله وسلم أخبر أن أَوَّلُ زُمْرَةٍ تَدْخُلُ الجَنَّةَ علَى صُورَةِ القَمَرِ لَيْلَةَ البَدْرِ

❛❛ দুনিয়ার নেককার স্ত্রী আখেরাতে তার স্বামীর জন্য আনত নয়না হুরদের চেয়েও উত্তম, পবিত্রা ও আকর্ষণীয়া হবে। কেননা রাসূল (সাঃ) বলেছেন, সর্বপ্রথম যে দল জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো সমুজ্জ্বল। ❜❜


📘 মুসলিম হা/১৯১; ফাতাওয়া নূরুন আলাদ-দারব ৪/২।
 
Back
Top