Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,103
- Comments
- 1,294
- Solutions
- 1
- Reactions
- 12,185
- Thread Author
- #1
সালাতে দুই সিজদার মাঝখানে যে দু‘আ পড়া হয় সেটি ওয়াজিব, না-কি সুন্নাত এটি নিয়ে আহালুল আলেমগনের মধ্যে মতানৈক্য রয়েছে একদল আলেমগনের একটি অংশ বলেছেন এটি মুস্তাহাব অপর আরেক দলের আলেমগন বলেছেন ওয়াজিব। তবে জমহুর ওলামাদের অধিক বিশুদ্ধ মতে দুই সিজদার মাঝে বসা ওয়াজিব এবং দু‘আ পড়া মুস্তাহাব। এমনকি উক্ত দু'আ পড়া হয়েছে কিনা এমন সন্দেহ হলেও সাহু সিজদা দেয়া লাগবে না।কেননা উক্ত দু'আ না পড়লে সাহু সিজদা দিতে হবে এই মর্মে কোন বর্ননা পাওয়া যায়না। তবে হাম্বলী মাজহাবের কিছু আলেম দুই সিজদার মাঝে উক্ত দু'আ পড়া ওয়াজিব বলেছেন তাদের মতে ছুটে গেলে সাহু সিজদা দিতে হবে কিন্তু ইমাম আহমেদ ইবনে হাম্বল (রাহিমাহুল্লাহ) এটিকে ওয়াজিব মনে করতেন না।
[যাদুল মা‘আদ, ১/১৬৯ পৃ ফাৎহুল বারী লিইবনি রজব, ৬ষ্ঠ খণ্ড, পৃ. ৫৬]
বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ ফাক্বীহ, সৌদি ফাতাওয়া বোর্ডের সাবেক গ্র্যান্ড মুফতী, শাইখুল ইসলাম, ইমাম আব্দুল আযীয বিন আব্দুল্লাহ বিন বায (রাহিমাহুল্লাহ) [মৃত: ১৪২০ হি./১৯৯৯ খ্রি.]-কে দুই সিজদার মাঝে দু'আ পড়ার বিধান সম্পর্কে প্রশ্ন করা হলে শাইখ বলেন, দুই সিজদার মাঝখানে সালাত আদায়কারীর জন্য সুন্নাত হল: رَبِّ اغْفِرْ لِيْ، رَبِّ اغْفِرْ لِيْ (রাব্বিগফিরলী, রাব্বিগফিরলী) অর্থ- হে আল্লাহ! আমাকে ক্ষমা করে দাও,আল্লাহ আমাকে ক্ষমা করে দাও) এটি দুইবার পাঠ করা।এছাড়াও হাদীসে অন্যান্য দু'আ রয়েছে।তবে একদল পণ্ডিতের মতে এটি কমপক্ষে একবার পাঠ করা ওয়াজিব।
[binbaz.org.sa, ফাতওয়া নং-১২৭৮৮]
[যাদুল মা‘আদ, ১/১৬৯ পৃ ফাৎহুল বারী লিইবনি রজব, ৬ষ্ঠ খণ্ড, পৃ. ৫৬]
বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ ফাক্বীহ, সৌদি ফাতাওয়া বোর্ডের সাবেক গ্র্যান্ড মুফতী, শাইখুল ইসলাম, ইমাম আব্দুল আযীয বিন আব্দুল্লাহ বিন বায (রাহিমাহুল্লাহ) [মৃত: ১৪২০ হি./১৯৯৯ খ্রি.]-কে দুই সিজদার মাঝে দু'আ পড়ার বিধান সম্পর্কে প্রশ্ন করা হলে শাইখ বলেন, দুই সিজদার মাঝখানে সালাত আদায়কারীর জন্য সুন্নাত হল: رَبِّ اغْفِرْ لِيْ، رَبِّ اغْفِرْ لِيْ (রাব্বিগফিরলী, রাব্বিগফিরলী) অর্থ- হে আল্লাহ! আমাকে ক্ষমা করে দাও,আল্লাহ আমাকে ক্ষমা করে দাও) এটি দুইবার পাঠ করা।এছাড়াও হাদীসে অন্যান্য দু'আ রয়েছে।তবে একদল পণ্ডিতের মতে এটি কমপক্ষে একবার পাঠ করা ওয়াজিব।
[binbaz.org.sa, ফাতওয়া নং-১২৭৮৮]