দাওয়াহ দা‘ওয়াত বিনষ্টকারী বিষয়সমূহ

Habib Bin TofajjalVerified member

If you're in doubt ask الله.
Forum Staff
Moderator
Generous
ilm Seeker
Uploader
Exposer
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Nov 25, 2022
Threads
664
Comments
1,231
Solutions
17
Reactions
7,289
ইসলাম ভঙ্গের যেমন কারণ রয়েছে, তদ্রুপ দা‘ওয়াত বিনষ্ট হওয়ারও কারণ রয়েছে।

যেমন:

  • লোক দেখানো দা‘ওয়াত ও তাতে একনিষ্ঠতা না থাকা
  • দীনের মাধ্যমে দুনিয়া ভক্ষণ করা
  • আল্লাহ তা‘আলা ও তার রসূল (ﷺ) -এর বাণী বিনিময়ে বিক্রয় করা
  • নিজের খ্যাতি অর্জনের লক্ষ্যে দা‘ওয়াতী কাজ করা
  • জাহিলী, গোঁড়ামি ও স্বজনপ্রীতির জন্য দা‘ওয়াত দেয়া।
    যেমন- কোন দল, সম্প্রদায় ও জামা‘আতের দিকে দা‘ওয়াত দেয়া। আর অন্য কোন উদ্দেশ্যে দা‘ওয়াত দিলে সেটাও গ্রহণযোগ্য হবে না।
আমাদের প্রতি আল্লাহ তা‘আলার নির্দেশ হলো আমরা তারই দিকে দা‘ওয়াত দিবো, অন্য কোন দিকে নয়।
আর যারাইদা‘ওয়াতের মূলনীতি পরিত্যাগ করবে ও নিজের ইচ্ছানুযায়ী দা‘ওয়াত দিবে, তারা অনেক বিপদের সম্মুখীন হবে। তার মধ্যে কতিপয় হলো:
  • নিজের প্রশংসা অর্জন হওয়া ( تزكية النفس )
  • গর্ব-অহংকার প্রকাশ পাওয়া ( والعجب والكبر )
  • পদমর্যাদার প্রতি প্ররোচিত হওয়া ( والحرص على الجاه والمنصب )
  • অন্যদের অবহেলা করা ( واحتقار الآخرين )
  • আল্লাহর দিকে প্রকৃত দাঈদের দোষ-ত্রুটি অনুসন্ধান করা ( والنظر في عيوب الدعاة إلى لله )
  • নিজের প্রবৃত্তি অনুসারে ধন-সম্পদ ব্যয় করা ( والإنفاق على شهواته )
  • দীনের পথে ব্যয় না করা ( وترك الإنفاق على الدين )
  • ফরয বিধান পালন ও সৎআমল করা কষ্ট মনে হওয়া ( وثقلت عليه الفرائض والأعمال الصالحة )
  • বেশী বেশী বৈধ কাজে অংশ নেওয়া ( وتوسع في المباحات )
  • এবং তর্ক-বিতর্ক ও কুপ্রবৃত্তির পিছনে সময় নষ্ট হওয়া ( وهانت عليه إضاعة الأوقات في الجدل والشهوات )।
১। আল্লাহ তা‘আলা বলেন,
‘আর তার চেয়ে কার কথা উত্তম, যিনি আল্লাহর দিকে দা‘ওয়াত দেন, সৎকর্ম করেন এবং বলেন যে, অবশ্যই ‘আমি মুসলিমদের অন্তর্ভুক্ত’(সূরা হা-মীম সাজদা: ৩৩)।

২। আল্লাহ তা‘আলা আরো বলেন,
‘অতঃপর তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছিল, তারা যখন তা ভুলে গেল, আমি তাদের উপর সব কিছুর দরজা খুলে দিলাম। অবশেষে যখন তাদেরকে যা প্রদান করা হয়েছিল, তার কারণে তারা উৎফুল্য হল, আমি হঠাৎ তাদেরকে পাকড়াও করলাম। ফলে তখন তারা হতাশ হয়ে গেল। অতএব, যালিম সম্প্রদায়ের মূল কেটে ফেলা হল। আর সকল প্রশংসা রব্বুল আলামীন আল্লাহর জন্য’ (সূরা আল-আন‘আম: ৪৪-৪৫)।


- নাবী-রসূলগণের দা‘ওয়াতী মূলনীতি।
 
Similar threads Most view View more
Back
Top