দারুস সালাম বাংলাদেশ - এই প্রকাশনীর বই কি কেনা যাবে ?

Joined
Jun 12, 2024
Threads
198
Comments
283
Solutions
1
Reactions
2,039
এই প্রকাশনীর বই কি কেনা যাবে ? ডঃ ইমাম হোসেন এই প্রকাশনী থেকে একটি বই " কুরআন ও সহীহ হাদিসের আলোকে কবীরা গুনাহ " বইটি কিনতে বলেছিলেন | এটা কি বিশ্বস্ত | দয়া করে জানাবেন | এছাড়া আমি হিসনুল মুসলিম এটিও কিনতে চাচ্ছি |

জাযাকাল্লাহু খাইরান |
Screenshot_2024-10-18-04-02-35-733_com.android.chrome.webp
 
আমার জানামতে এদের সাথে অফিশিয়াল দারুস সালামের সম্পর্ক নেই।

মূল দারুস সালাম সালাফি প্রকাশনী এরা তাদের নাম ব্যবহার করে যাচ্ছে।

যেগুলো দেশিয় সালাফি আলেমদের লিখা, অনুবাদ করা বইগুলো কিনতে পারেন। বিদেশি আলেমদের বই কিনবেন না, মূল লেখক সালাফি হলেও এদের অনুবাদ ও তাহকিকি ভুল থাকে।

হিসনুল মুসলিম সবুজপত্র থেকেও আছে আবার আতিফা থেকেও আছে সেগুলো নিন। বিদ্র: সবুজপত্র জামাতি প্রকাশনী যদিও সালাফি আলেমদের কিছু বই সেখান থেকে বের হয়েছে।
 
Back
Top