দাউদ (আ:) এর নিকট যখন মালাকুল মাওত এসেছিল

  • Thread Author
বর্ণিত আছে,

দাউদ (আলাইহিস সালাম) এর নিকট যখন মালাকুল মাওত আসলো, তখন তিনি বললেন, 'আপনি কে?' সে বলল, 'আমি এমন ব্যক্তি, যে কোনো রাজা-বাদশাহকে ভয় করে না, কোনো মজবুত দুর্গই যাকে আটকাতে পারে না এবং যে কারও কাছ থেকে কোনো ঘুষ গ্রহণ করে না।' তিনি (দাউদ আলাইহিস সালাম) বললেন, ‘তাহলে আপনি মালাকুল মাওত?' সে বলল, 'হ্যাঁ।' তিনি বললেন, ‘আপনি আমার কাছে চলে এসেছেন, অথচ আমার প্রস্তুতি এখনো শেষ হয়নি।' মালাকুল মাওত বলল, 'হে দাউদ (আলাইহিস সালাম) আপনার অমুক নিকটাত্মীয় কোথায়? আপনার অমুক প্রতিবেশী কোথায়?' তিনি বললেন, 'তারা মারা গেছে।' সে বলল, ‘তাদের মৃত্যুর মধ্যে কি আপনার প্রস্তুতি নেওয়ার জন্য শিক্ষা ছিল না?’

– আত তাজকিরাহ : ২০৪
– অন্তিম মূহুর্ত, শাইখ আব্দুল মালিক আল কাসিম, রুহামা পাবলিকেশন


বি. দ্র : রুহামা পাবলিকেশন সালাফী প্রকাশনী নয়। সকলকে সাবধানতা অবলম্বনের অনুরোধ করছি। কোনো বিষয়ে সন্দেহ হলে সম্মানিত সালাফী আলেমদের শরণাপন্ন হোন।
 
Last edited:
Back
Top