তুমি কেন বিদ্রোহ করছ?

  • Thread Author
"قيل: أدخل خارجي على المأمون فقال: ما حملك على الخلاف؟
قال: قوله: {ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون}
قال: ألك علم بأنها منزلة؟
قال: نعم.
قال: وما دليلك؟
قال: إجماع الأمة.
قال: فكما رضيت بإجماعهم في التنزيل
فارض بإجماعهم في التأويل.
قال: صدقت. السلام عليك يا أمير المؤمنين".

سير أعلام النبلاء: (٢٨٠/٩)​

বলা হয়ে থাকে যে, একবার এক খারেজীকে আব্বাসী খলীফা মামুনের কাছে আনা হলো।

খলীফা: তুমি কেন বিদ্রোহ করছ?
খারেজী: আল্লাহর এই আয়াতের কারণে: "আর যে আল্লাহর বিধান ছাড়া অন্য বিধান দিয়ে বিচার করবে, সে কাফের হয়ে যাবে"।

খলীফা: তুমি কি নিশ্চিত যে, এটা কুরআনের আয়াত?
খারেজী: হ্যা, নিশ্চিত।
খলীফা: কিভাবে জানলে?
খারেজী: উম্মাহর ইজমার মাধ্যমে।

খলীফা: তুমি এটা নাযিল হওয়ার ব্যাপারে যেমন ইজমা মেনে নিয়েছ, অনুরূপভাবে এটার যে ব্যাখ্যার ব্যাপারে উম্মাহর ইজমা আছে (এর দ্বারা ছোট কুফর উদ্দেশ্য), সেটাও মেনে নাও।

খারেজী: আপনি সত্যই বলেছেন, হে আমীরুল মুমিনীন। আল্লাহ আপনার প্রতি শান্তি বর্ষণ করুন।

--[সিয়ারু আলামিন নুবালা, ৯/২৮০]
 
Back
Top