তিনি সাহাবি ও তাবিয়িদের প্রতিচ্ছবি

  • Thread Author
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া আত-তামিমি বলেন,

'আমি 'মুআত্তা মালিক' (হাদীস গ্রন্থ) শেষ করার পরও ইমাম মালিকের কাছে এক বছর ছিলাম। এই সময়ে আমি কেবল তার কাছ থেকে শুধু ভদ্রতা, আদব-কায়দা ও শিষ্টাচার শিখেছি। কারণ, বাস্তবিক অর্থেই তিনি ছিলেন সাহাবি ও তাবিয়িদের প্রতিচ্ছবি।'

– তারতিবুল মাদারিক, খন্ড : ১
 
Back
Top