প্রশ্নোত্তর তাহিয়্যাতুল মসজিদ আদায়কালে ফরয সালাতের ইকামত হলে মুসল্লি কী করবে?

Joined
Jun 16, 2023
Threads
70
Comments
97
Reactions
1,066
তাহিয়্যাতুল মসজিদ আদায়কালে ফরয সালাতের ইকামত শুরু হলে মুসল্লি কী করবে? সালাতের ইকামত শুরু হলে কি নফল সালাত ছেড়ে দিবে?

শায়েখ আযিয বিন ফারহান হাফিযাহুল্লাহ এর জবাব:

সুদান থেকে ভ্রাতা নাসির জিজ্ঞাসা করেছেন: "আমি যদি তাহিয়্যাতুল মাসজিদ (নফল) সালাত আদায় করছি, এমন সময় ফরয সালাতের ইকামত শুনতে পাই, তাহলে কি আমি সালাত ছেড়ে দিব?" — সুদান থেকে ভ্রাতা নাসিরের প্রশ্ন।

আল্লাহ আপনাকে বারাকাত দান করুন। এ বিষয়টি আলিমদের মাঝে ইখতিলাফপূর্ণ। কিছু আলিম বলেন, তাহিয়্যাতুল মাসজিদের সালাত চালিয়ে যাওয়া উচিত এবং তা ছেড়ে দেওয়া যাবে না। এর পক্ষে তারা আল্লাহর বাণী “তোমরা তোমাদের আমলগুলো বিনষ্ট করো না” (সূরা মুহাম্মাদ: ৩৩) দলিল হিসেবে উপস্থাপন করেন। অন্যদিকে কিছু আলিমের মতে, ফরয সালাতের ইকামত শোনামাত্রই নফল সালাত ছেড়ে দিয়ে ফরযে শরিক হওয়া ওয়াজিব। এ মতের প্রমাণ হিসেবে তারা নবী ﷺ এর এই হাদীস: “যখন সালাতের ইকামত দেওয়া হয়, তখন নফল সালাত নেই, কেবল ফরয সালাত (প্রযোজ্য)”- কে তারা উল্লেখ করেন।

এ দুটি মতের মাঝে একটি মধ্যবর্তী মতও রয়েছে। অর্থাৎ, যদি কোনো ব্যক্তি তাহিয়্যাতুল মসজিদের (নফল) সালাত আদায়রত অবস্থায় ফরযের ইকামত শোনে, তাহলে যদি সে সালাতের প্রারম্ভে থাকে (যেমন প্রথম রাকাআতে), তাহলে সালাত ছেড়ে দিয়ে জামাআতের তাকবীরে তাহরীমাহ পাওয়ার চেষ্টা করবে। কারণ তাকবীরে তাহরীমা জামাআতের সাথে পাওয়ার বিশেষ ফযীলত রয়েছে।

পক্ষান্তরে, যদি সালাতের শেষ পর্যায়ে থাকে (যেমন শেষ রাকাআত বা তাশাহহুদের নিকটবর্তী হয়), তবে দ্রুত সালাত সম্পন্ন করে জামাআতে শরিক হবে। এভাবে সে জামাআতের প্রথম অংশ পেয়ে যাবে। এটিই উভয় মতের মধ্যে সমন্বয় সাধন।

আরবি:

صديق ناصر من السودان، يقول: هل اذا كنت اصلي تحية المسجد وأقيمت الصلاة المفروضة أقطع الصلاة؟ - صديق ناصر من السودان.

جواب الشيخ عزيز بن فرحان: بارك الله فيك. هذه المسالة خلافية بين العلماء. مِن اهل العلم مَنْ قال بانه يستمر ولا يقطع الصلاة، وذلك لقول الله تعالى: ولا تبطلوا اعمالكم. ومِن اهل العلم مَن قال بانه يجب عليه مباشرة قطع الصلاة بمجرد سماعه إقامة الصلاة ويدخل في الفريضة، وذلك لقول النبي صلى الله عليه واله وسلم: اذا اقيمت الصلاة فلا صلاة الا المكتوبة. وهناك قول توسط بين القولين. قول توسط بين القولين وهو ان الشخص الذي يصلي تحية المسجد — اذا كان في اول الصلاة يعني الآن في الركعة الآولى، يقطع حتى يدرك تكبيرة الاحرام، لأن ادراك تكبيرة الاحرام له فضل كبير. اما اذا كان لا في آخر الصلاة يستعجل، يوجد في صلاته ويدخل ويدخل في مع الجماعة، يعني بعد ما ينتهي يدخل مع الجماعة ويكون قد ادرك اول الصلاة، هذا الجمع بين القولين.

ফতোয়া লিংক
অনুবাদ ও শ্রুতিলেখন: সাফিন চৌধুরী
জয়েন টেলিগ্রাম: ideology of salaf
 
Similar threads Most view View more
Back
Top