Asking তাহাজ্জুদ নামাজের নিয়ত

Solution
তাহাজ্জুদ নামাজের নিয়ত

প্রত্যেক ইবাদাতের জন্য নিয়ত করা ফরজ। নিয়ত মানে হচ্ছে মনের সংকল্প। আর তার স্থান হল অন্তর; মুখ নয়। মহানবী সঃ ও তার সাহাবীদের কেউই কোন নির্দিষ্ট শব্দ মুখে উচ্চারণ করতেন না; তাই তা মুখে উচ্চারণ করা বিদআত; তাছাড়া নিয়তের জন্য কোন বাধা-ধরা শব্দাবলীও নেই; যেকোন ইবাদাতের জন্য মনে মনে সংকল্প করলেই নিয়ত হয়ে যাবে; মুখে কিছু উচ্চারণের প্রয়োজন নেই।

আলক্বামাহ ইবনে ওয়াক্কাস আল-লায়সী (রহঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন,

আমি উমর ইব্নুল খাত্তাব (রাঃ)-কে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছিঃ আমি আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ কাজ (এর প্রাপ্য হবে) নিয়ত অনুযায়ী। আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে।
তাহাজ্জুদ নামাজ হল রাতের পূর্বের সময় নামাজ এবং সালাতের একটি নিয়াত। তাহাজ্জুদ নামাজের নিয়ত করার জন্য নিম্নলিখিত নিয়াতটি বলতে হবে:

"নিয়েত করি আমি এই তাহাজ্জুদ নামাজের সকল রাকাত এক ইমামার দ্বারা হৃদয় ক্ষেপে পরিপূর্ণ হতে, আল্লাহর জন্য মাত্র এরূপ আদায় করছি। নিশ্চিত করি, এই নামাজটি অবশ্যই সালাতের হিসাবে আদায় করতে আসছি।"

এই নিয়তটি বাংলা ভাষায় অনুবাদ করা হলেও আপনি ইংরেজি বা আপনার পছন্দমত ভাষায় এই নিয়তটি করতে পারেন। মাঝে মাঝে ব্যাপারটি আরও সহজ করার জন্য আপনি আল্লাহর জন্য কোনও অর্থহীন শব্দগুলি সংক্ষেপে থাকার চেষ্টা করতে পারেন।
 
তাহাজ্জুদ নামাজের নিয়ত

প্রত্যেক ইবাদাতের জন্য নিয়ত করা ফরজ। নিয়ত মানে হচ্ছে মনের সংকল্প। আর তার স্থান হল অন্তর; মুখ নয়। মহানবী সঃ ও তার সাহাবীদের কেউই কোন নির্দিষ্ট শব্দ মুখে উচ্চারণ করতেন না; তাই তা মুখে উচ্চারণ করা বিদআত; তাছাড়া নিয়তের জন্য কোন বাধা-ধরা শব্দাবলীও নেই; যেকোন ইবাদাতের জন্য মনে মনে সংকল্প করলেই নিয়ত হয়ে যাবে; মুখে কিছু উচ্চারণের প্রয়োজন নেই।

আলক্বামাহ ইবনে ওয়াক্কাস আল-লায়সী (রহঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন,

আমি উমর ইব্নুল খাত্তাব (রাঃ)-কে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছিঃ আমি আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ কাজ (এর প্রাপ্য হবে) নিয়ত অনুযায়ী। আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে।
 
Solution
Similar threads Most view View more
Back
Top