প্রখ্যাত তাবিঈ, সায়্যিদুত তাবিঈ ‘আত্বা ইবনু আবী রাবাহ (রাহিমাহুল্লাহ)। তিনি তাঁর যুগে সবচেয়ে বড় আলেম ছিলেন। অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে, ‘আত্বা ইবনু আবী রাবাহ (রাহিমাহুল্লাহ) দেখতে কালো, কুৎসিত, কানা মানুষ ছিলেন। তার নাক চ্যাপ্টা এবং পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন। পা অক্ষম, অচল, খোঁড়া এবং অন্ধ ছিলেন। কিন্তু তার জীবনীতে উল্লেখ করা হয়েছে যে, তিনি ৭০ বার হজ্জ করেছেন। বৃদ্ধ ও দুর্বল হয়ে যাওয়ার পরেও তাহাজ্জুদের ছালাত আদায় করতেন। একটানা দাঁড়িয়ে থেকে সূরা আল-বাক্বারাহ থেকে দু’শ আয়াত পাঠ করতেন। কোন নড়াচড়া করতেন না।
– যাহাবী, তারীখুল ইসলাম, খন্ড : ৭; সিয়ারু আলামিন নুবালা, খন্ড : ৫
– যাহাবী, তারীখুল ইসলাম, খন্ড : ৭; সিয়ারু আলামিন নুবালা, খন্ড : ৫