তাবলীগ জামাতের আকিদাগত বিষয়ে নিশ্চিত জ্ঞান নেই

Joined
Jan 13, 2023
Threads
93
Comments
110
Reactions
1,327
শাইখ আব্দুল-আযীয ইবনু বায (رحمه الله):

“তাবলীগ জামাতের আকিদাগত বিষয়ে নিশ্চিত জ্ঞান নেই, তাই আহলুস-সুন্নাহ ওয়াল-জামা‘আহ যে আকিদার ওপর রয়েছে তার ব্যাপারে বিশুদ্ধ, সঠিক ইলম ও গভীর জ্ঞান থাকা ব্যক্তি ছাড়া কারো জন্য তাদের সাথে বের হওয়া জায়েয নেই যাতে সে তাদের পথপ্রদর্শন করে ও উপদেশ দেয় এবং ভালোকাজে তাদের সহযোগিতা করে, কারণ তারা তাদের কাজে খুবই সক্রিয়। তবে তাদের আরো ইলমের প্রয়োজন এবং (তাদেরকে প্রয়োজন) যারা তাদেরকে তাওহীদ ও সুন্নাহর উলামাদের থেকে স্পষ্টদৃষ্টি প্রদান করবে।

আল্লাহ সবাইকে দ্বীনের বুঝ এবং এর ওপর দৃঢ়তা দান করুক।”

مجموع الفتاوى والمقالات المتنوعة لابن باز، ج. ٨، ص. ٣٣١]
 
This user is banned.
Interaction with this account is disabled until the ban ends.
খুবই সুন্দর

সুন্দর
 
Back
Top