Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Top Active User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 985
- Comments
- 1,171
- Solutions
- 1
- Reactions
- 10,771
- Thread Author
- #1
হাসান ইবন আলী বারবাহারী 'শারহুস সুন্নাহ' গ্রন্থে বলেন,
'বিশেষ করে তাকদীর নিয়ে তর্কবিতর্ক ও বিবাদ করা সকল ফিরকার কাছে নিষিদ্ধ। কারণ, তাকদীর আল্লাহর গুঢ় রহস্য। রব্ব নবীগণকে তাকদীর নিয়ে আলোচনায় লিপ্ত হতে নিষিদ্ধ করেছেন এবং তিনি নবী (ﷺ)'কে তাকদীর নিয়ে বিবাদ করতে নিষেধ করেছেন। এটি অপছন্দ করেছেন সাহাবীগণ, তাবিয়ীগণ এবং অপছন্দ করেছেন আলিমগণ ও মুত্তাকীগণ। তারা তাকদীর নিয়ে তর্কবিতর্ক ও বিবাদ করতে নিষেধ করেছেন। কাজেই আপনার দায়িত্ব হলো, সামগ্রিক বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) যা বলেছেন তা মেনে নেওয়া, স্বীকৃতি দেওয়া ও বিশ্বাস করা। এ ব্যতীত সকল কিছু থেকে চুপ থাকুন।'
'বিশেষ করে তাকদীর নিয়ে তর্কবিতর্ক ও বিবাদ করা সকল ফিরকার কাছে নিষিদ্ধ। কারণ, তাকদীর আল্লাহর গুঢ় রহস্য। রব্ব নবীগণকে তাকদীর নিয়ে আলোচনায় লিপ্ত হতে নিষিদ্ধ করেছেন এবং তিনি নবী (ﷺ)'কে তাকদীর নিয়ে বিবাদ করতে নিষেধ করেছেন। এটি অপছন্দ করেছেন সাহাবীগণ, তাবিয়ীগণ এবং অপছন্দ করেছেন আলিমগণ ও মুত্তাকীগণ। তারা তাকদীর নিয়ে তর্কবিতর্ক ও বিবাদ করতে নিষেধ করেছেন। কাজেই আপনার দায়িত্ব হলো, সামগ্রিক বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) যা বলেছেন তা মেনে নেওয়া, স্বীকৃতি দেওয়া ও বিশ্বাস করা। এ ব্যতীত সকল কিছু থেকে চুপ থাকুন।'