ঝাড়-ফুঁক জায়েয হওয়ার কতিপয় শর্ত রয়েছে-
প্রথম শর্ত- ঝাড়-ফুঁক যেন কুরআন বা সহীহ হাদীস বা শরীয়ত সম্মত দোয়া হয়।
দ্বিতীয় শর্ত- ঝাড়-ফুঁকের প্রতি এমন বিশ্বাস রাখা যে এটি একটি ওসীলা মাত্র, আল্লাহর হুকুম ছাড়া এর নিজস্ব কোন শক্তি নেই অতএব এমন বিশ্বাস করা যাবে না যে, তা নিজেই উপকার করবে।
তৃতীয় শর্ত- তা যেন এমন কালাম-কথা দ্বারা হয় যা স্পষ্ট ও বুঝা যায়, যদিও তা অন্য ভাষায় হয়।
প্রথম শর্ত- ঝাড়-ফুঁক যেন কুরআন বা সহীহ হাদীস বা শরীয়ত সম্মত দোয়া হয়।
দ্বিতীয় শর্ত- ঝাড়-ফুঁকের প্রতি এমন বিশ্বাস রাখা যে এটি একটি ওসীলা মাত্র, আল্লাহর হুকুম ছাড়া এর নিজস্ব কোন শক্তি নেই অতএব এমন বিশ্বাস করা যাবে না যে, তা নিজেই উপকার করবে।
তৃতীয় শর্ত- তা যেন এমন কালাম-কথা দ্বারা হয় যা স্পষ্ট ও বুঝা যায়, যদিও তা অন্য ভাষায় হয়।
- তাওহীদুল ইবাদাহ: একমাত্র আল্লাহর ইবাদত তাৎপর্য ও বিশ্লেষণ, ষষ্ঠ অধ্যায়; (দারুল কারার পাবলিকেশন্স)