প্রবন্ধ জামাত শিবিরের অধিকাংশ নেতাকর্মী ব্যক্তিদের কেনো আফ ইঞ্চি দাঁড়ি অথবা অনেকেরই দাড়ি কাটা, নারীর বেশধারী হওয়ার কারন

Joined
Jun 12, 2024
Threads
198
Comments
283
Solutions
1
Reactions
2,032
জামাত শিবিরের অধিকাংশ নেতাকর্মী ব্যক্তিদের কেনো আফ ইঞ্চি দাঁড়ি অথবা অনেকেরই দাড়ি কাটা, নারীর বেশধারী ? কারণ তাদের আকাবির, আদর্শ ও প্রতিষ্ঠাতা শিয়াপন্থী মওদুদির ভ্রান্ত ও হাদিস বিরোধী ফতোয়া

মওদুদী সাহেব বলেন:
নবী করীম ﷺ দাড়ির কোনো পরিমাণ নির্ধারণ করে যাননি। তিনি কেবলমাত্র দাড়ি রাখার নির্দেশ দিয়ে গেছেন!! দাড়ি রাখার ব্যাপারে আপনি যদি ফাসিকদের অনুকরণ না করেন এবং এতটা পরিমাণ দাড়ি রেখে দেন যা দেখে সাধারণভাবে লোকেরা বুঝতে পারবে যে, আপনি দাঁড়ি রেখেছেন, তবে শরীয়ত প্রণেতার উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে। এতে ফকিহদের গবেষণা শর্তাবলী পূরণ হোক বা না হোক তাতে কিছু যায় আসেনা। সূত্র: রসায়েল ও মাসায়েল (উর্দূ) খ. ১ পৃ. ১১৪ রসায়েল ও মাসায়েল (বাংলা) খ. ১ পৃ. ১১৩

অথচ গোঁফ ছোট করতে এবং দাড়ি বড় করে রাখতে, লম্বা করতে আদেশ করেছেন প্রিয় নবী মুহাম্মদ (ﷺ)। মুসলিমঃ ৪৮৯, ৪৮৮, ৪৯০, ৪৯১, ৪৯২, বুখারীঃ ৫৮৯২, ৫৮৯৩, আন নাসায়ীঃ ১৫, ৫০৪০, ৫০৪২, ৫০৪৫, ৫০৪৬, ৫২২৬, আবু দাউদঃ ৫৩, ৪১৯৯, তিরমিজিঃ ২৭৫৭, ২৭৬৩, ২৭৬৪, ইবনে মাজাহঃ ২৯৩, মুয়াত্তা ইমাম মালেকঃ ১৭০৬, রিয়াদুস সলেহিনঃ ১২১২, ১২১৩ মিশকাতঃ ৩৭৯.

মহান আল্লাহ তাআলা বলেন:

وَ مَا کَانَ لِمُؤۡمِنٍ وَّ لَا مُؤۡمِنَۃٍ اِذَا قَضَی اللّٰہُ وَ رَسُوۡلُہٗۤ اَمۡرًا اَنۡ یَّکُوۡنَ لَہُمُ الۡخِیَرَۃُ مِنۡ اَمۡرِہِمۡ ؕ وَ مَنۡ یَّعۡصِ اللّٰہَ وَ رَسُوۡلَہٗ فَقَدۡ ضَلَّ ضَلٰلًا مُّبِیۡنًا ﴿ؕ۳۶﴾​

আল্লাহ ও তাঁর রসূল কোন নির্দেশ দিলে কোন মু’মিন পুরুষ ও মু’মিন নারী উক্ত নির্দেশের ভিন্নতা করার কোন অধিকার রাখে না। যে আল্লাহ ও তাঁর রসূলকে অমান্য করে সে স্পষ্টতই সত্য পথ হতে দুরে সরে পড়ল। - আল আহযাব: ৩৬।

এই ধরনের বিভ্রান্ত ব্যক্তিদের থেকে ইলম না নেওয়ার জন্য আমাদের উস্তাদগন সব সময় পরামর্শ দিয়েছেন।
এই পথভ্রষ্ট শিয়াপন্থী মওদুদির বিভ্রান্তকর ফাতওয়া থেকে আল্লাহর আশ্রয় চাই
 
Back
Top