সালাত জামাআতে সালাতের শেষের দুই রাকআত পেলে, মাসবুক ব্যক্তি কি পরের দু'রাকআতে সূরা ফাতিহার পর অন্য সূরা যোগ করবে?

Joined
Jan 3, 2023
Threads
883
Comments
1,051
Reactions
9,447
উত্তরঃ ইমামের জন্য সেটি তৃতীয় ও চতুর্থ রাকআত হলেও মাসবুকের জন্য সেটি প্রথম ও দ্বিতীয় রাকআত (ইসলামকিউএ.ইনফো, ফতোয়া নং ২৩৪২৬)

হাফেজ ইবনে হাজার আসকালানী ইমাম নববী বলেন, মাসবুক ব্যক্তি ইমামের সাথে যতটুকু পাবে, সেটুকুই তার প্রথম সালাত হিসেবে বিবেচিত হবে (ফাৎহুল বারী, ২/১১৮; আল মাজমূঊ, ৪/৪২০ পৃঃ)

জমহুর বিদ্বানের মতানুযায়ী সার্বিকভাবে সূরা ফাতিহার পর অন্য সূরা যোগ করা সুন্নাত, অপরিহার্য নয় (আশ শারহুল মুমতি, ৩/১০৪ পৃঃ)

আবূ হুরাইরাহ্ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, প্রত্যেক সালাতেই কিরাআত পড়া হয়। তবে যে সব সালাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শুনিয়ে পড়েছেন, আমরাও তোমাদের শুনিয়ে পড়ব। আর যে সব সালাতে আমাদের না শুনিয়ে পড়েছেন, আমরাও তোমাদের না শুনিয়ে পড়ব। যদি তোমরা সূরাহ্ আল-ফাতিহার উপরে আরো অধিক না পড়, সালাত আদায় হয়ে যাবে। আর যদি অধিক পড় তা উত্তম। (বুখারী, হা.৭৭২, ইসলামিক ফাউন্ডেশনঃ ৭৩৬)

সূত্রঃ মাসিল আল ইখলাস, মে ২০২৩
 
Similar threads Most view View more
Back
Top