ফাযায়েলে আমল জান্নাতে প্রাসাদ বানানোর কয়েকটি আমল

Joined
Jan 3, 2023
Threads
871
Comments
1,036
Reactions
9,295
১. যে ব্যক্তি ন্যায়সংগত হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করবে, তার জন্য জান্নাতের উপকন্ঠে একটি প্রাসাদ নির্মাণ করা হবে। (আবু দাউদ, হা. ৪৮০০)

২. যে ব্যক্তি তামাশার ছলেও মিথ্যা বলে না, তার জন্য জান্নাতের মধ্যভাগে একটি প্রাসাদ নির্মাণ করা হবে। (আবু দাউদ, হা. ৪৮০০)

৩. যে ব্যক্তি নিজের চরিত্র সুন্দর করবে, তার জন্য জান্নাতের উচ্চতর স্থানে একটি প্রাসাদ নির্মাণ করা হবে। (আবু দাউদ, হা. ৪৮০০)

৪. যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানাবে, আল্লাহ এর বিনিময়ে জান্নাতে তার জন্য অনুরূপ একটি প্রাসাদ তৈরি করবেন। (বুখারী, হা. ৪৫০)

৫. যে ব্যক্তি দিনে ১২ রাকআত সুন্নাত সালাত (ফজরের পূর্বে দুই, যুহরের পূর্বে চার ও পরে দুই, মাগরিবের পরে দুই এবং এশার পরে দুই রাকআত) আদায় করবে, জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করা হবে। [সহীহ মুসলিম]
 
Similar threads Most view View more
Back
Top