এমতাবস্থায় ছুটে যাওয়া অংশ সাথে সাথে আদায় করে নিতে হবে (সহীহ মুসলিম, হা/৬৮০; ইবনু মাজাহ, হা/৬৯৭; মিশকাত, হা/৬৮৪)।
যেমন যদি ইমামের তৃতীয় তাকবীরে পায় তাহলে সে তাকবীর বলে সূরা আল-ফাতিহা পড়বে, ইমাম যখন চতুর্থ তাকবীর বলবে, তখন সে তৃতীয় তাকবীর বলে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর উপর দরূদ পড়বে। আর ইমাম যখন সালাম ফিরাবে, তখন সে তৃতীয় তাকবীর বলে দু’আ পড়বে অতঃপর চতুর্থ তাকবীর দিয়ে সালাম ফিরাবে। উল্লেখ্য, ছুটে যাওয়া আংশিক সালাত আদায়ের আগেই যদি লাশ তুলে নেয়া হয়, তাহলে অবশিষ্ট সালাত আদায় করতে হবে। তবে তাকবীরে তাহরীমা বলে সূরা আল-ফাতিহা পড়বে, অতঃপর ইমামের সাথে তাকবীর বলবে ও রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর উপর দরূদ পড়বে। অতঃপর ইমাম সালাম ফিরালে সে তাকবীর দিয়ে দু‘আ করবে। যার অর্থ হে আল্লাহ! আপনি এ মৃতকে ক্ষমা কর’। অতঃপর তাকবীর বলে সালাম ফিরাবে। ইমামের সাথে দু’তাকবীর পেলে বর্ণিত পদ্ধতি অনুসরণ করবে। তবে যদি কেউ ক্বাযা আদায় না করে ইমামের সাথে সাথে সালাম ফিরিয়ে দেয়, তাহলে কোন সমস্যা নেই (ফিক্বহুস সুন্নাহ, ১ম খণ্ড, পৃ. ৫২৮)।
যেমন যদি ইমামের তৃতীয় তাকবীরে পায় তাহলে সে তাকবীর বলে সূরা আল-ফাতিহা পড়বে, ইমাম যখন চতুর্থ তাকবীর বলবে, তখন সে তৃতীয় তাকবীর বলে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর উপর দরূদ পড়বে। আর ইমাম যখন সালাম ফিরাবে, তখন সে তৃতীয় তাকবীর বলে দু’আ পড়বে অতঃপর চতুর্থ তাকবীর দিয়ে সালাম ফিরাবে। উল্লেখ্য, ছুটে যাওয়া আংশিক সালাত আদায়ের আগেই যদি লাশ তুলে নেয়া হয়, তাহলে অবশিষ্ট সালাত আদায় করতে হবে। তবে তাকবীরে তাহরীমা বলে সূরা আল-ফাতিহা পড়বে, অতঃপর ইমামের সাথে তাকবীর বলবে ও রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর উপর দরূদ পড়বে। অতঃপর ইমাম সালাম ফিরালে সে তাকবীর দিয়ে দু‘আ করবে। যার অর্থ হে আল্লাহ! আপনি এ মৃতকে ক্ষমা কর’। অতঃপর তাকবীর বলে সালাম ফিরাবে। ইমামের সাথে দু’তাকবীর পেলে বর্ণিত পদ্ধতি অনুসরণ করবে। তবে যদি কেউ ক্বাযা আদায় না করে ইমামের সাথে সাথে সালাম ফিরিয়ে দেয়, তাহলে কোন সমস্যা নেই (ফিক্বহুস সুন্নাহ, ১ম খণ্ড, পৃ. ৫২৮)।
সূত্র: আল-ইখলাছ।
Last edited: