ইসলাম একটি ধর্ম যা মুসলিমদের একত্ব এবং প্রেমাদর্শ ও স্বতন্ত্রতাবাদ মেলে আছে। ইসলামে মুসলিমদের প্রধান নীতি হল আল্লাহকে একমাত্র প্রভু হিসেবে গ্রহণ করা। দৈনন্দিন জীবনে মুসলিমরা নামায, রোজা এবং জকাতের মতো পাঁচটি চরম পরিষ্কার নীতি অনুসরণ করে থাকেন। ইসলামের ধর্মীয় গ্রন্থ কুরআন মুসলিমদের মুখ্য প্রমাণ সাধারণ বিষয় সম্পর্কে জ্ঞান প্রদান করে।