প্রশ্নোত্তর চুল নখ ইত্যাদি কেটে ফেলার পর তা দাফন করা কি বিধেয়?

Joined
Jun 29, 2025
Threads
4,834
Comments
0
Reactions
21,641
প্রশ্নঃ চুল নখ ইত্যাদি কেটে ফেলার পর তা দাফন করা কি বিধেয়?


উত্তরঃ সাহাবী আব্দুল্লাহ বিন উমার কর্তৃক এরূপ আমল বর্ণিত আছে। অনেক ফুকাহাও তা মুস্তাহাব মনে করেন। (ইবনে উষাইমীন) আর এ কথা বিদিত যে, বহু যাদুকর তা দিয়ে যাদুও করে থাকে। সুতরাং সতর্কতাই বাঞ্ছনীয়।


সূত্রঃ দ্বীনী প্রশ্নোত্তর
লেখকঃ আব্দুল হামিদ ফাইযী আল মাদানী
 
Back
Top