উত্তর : প্রথম বৈঠকেও দরূদ পড়া জায়েয (নাসাঈ)। ইমাম নববী (রাহিমাহুল্লাহ) উল্লেখ করেন, ইমাম শাফেঈ (রাহিমাহুল্লাহ) এর মতে ১ম বৈঠকে তাশাহহুদ পাঠের পর দরূদ পড়া জায়েয। শায়খ আলবানী (রাহিমাহুল্লাহ) শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ) সহ অনেকেই এর সাথে একমত (আল-মাজমূ‘, ৩/৪৬০ পৃ.)। তবে ইবনু হাজার আসক্বালানী (রাহিমাহুল্লাহ) উল্লেখ করেছেন, জমহূর ইমামদের মতে ১ম বৈঠকে শুধু তাশাহহুদই পাঠ করতে হবে; দরূদ পাঠ করা যবে না। (ফাৎহুল বারী, ৭/৩৪১ পৃ.)
– মাসিক আল ইখলাস, জুলাই ২০২২
– মাসিক আল ইখলাস, জুলাই ২০২২
Last edited: