চরমোনাই পীরের ভ্রান্ত আকিদা সমুহ থেকে কিছু কুফরি আকিদা তুলে ধরা হলো।
ﺍَﻟﺴَﻼﻡُ ﻋَﻠَﻴْﻜُﻢ ﻭَﺭَﺣْﻤَﺔُ ﺍَﻟﻠﻪِ ﻭَﺑَﺮَﻛﺎﺗُﻪ
বিষয়ঃ চোরমুনাই এর নিজ লেখা বই থেকে
চরমুনাই পীরের ভন্ডামি দলিল সহ তুলে ধরা হলঃ
(১)মারেফতের পীর ও ওলীদের মর্যাদা
নবীদের চেয়েও বেশী।
(আশেক মাশুক পৃষ্ঠা-৮৮-৯০)
(২) আখেরাতে পীরগণ মুরিদের জন্য সুপারিশ করবে। (ভেদে মারেফত পৃষ্ঠা-৬০)
(৩) পীরের হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত
করে। (ভেদে মারেফত পৃষ্ঠা-১৫)
(৪) পীরের কাছে মুরীদ হওয়া ফরজ ।
( মাওয়ায়েজে এহছাকিয়া পৃষ্ঠা-৫৫)
(৫) আল্লাহর আন্দাজ নাই।
(ভেদে মারেফত পৃষ্ঠা-১৫)
(৬) শরীয়ত বহির্ভুত হলেও পীরের হুকুম মানা
মুরীদের জন্য বাধ্যতামূলক।
(আশেক মাশুক বা এস্কে এলাহী পৃষ্ঠা-৩৫)
(৭) পীর কাফন চোরকে হাত ধরিয়া পুলসিরাত পার করিয়া দিবেন। (ভেদে মারেফত পৃস্টা-২৭-২৮)
(৮)পরকালে পীর ও ওলীদের ক্ষমতার সীমা
থাকিবে না। (আশেক মাশুক পৃষ্ঠা-৮১)
(৯) পীর কেয়ামতের দিন সকল মুরীদের
গুনাহ মাফ করিয়ে দিবেন।
(ভেদে মারেফত পৃষ্ঠা-৩৪)
(১০) যার দুই পীর আছে তাকে দুই পীরে দুই ডানা ধরে জান্নাতে নিবে।
(মাওয়ায়েজে এহছাকিয়া পৃষ্ঠা-৫৫-৫৬)
(১১) আমি আল্লাহ পাকের দরবার থেকে জোরপূর্বক রুহ নিয়ে আসিয়াছি ।
(ভেদে মারেফত-পৃষ্ঠা-১৫)
(১২) পীরগণ কেয়ামতের দিবসে মুরীদগণকে সাহায্য করবে। (ভেদে মারেফত পৃষ্ঠা-২৫-২৬ ও আশেক মাশুক পৃষ্ঠা-৬৬-৮১)
(১৩) মৃত্যুর সময় পীর স্বীয় মুরীদকে শয়তান
থেকে বাঁচাতে পারেন। (ভেদে মারেফত পৃষ্ঠা-৩১)
চরমোনাই পীর জান্নাতে যাওয়ার ১২৬ তরীকা কোথায় পাইলেন? আল্লাহ বলেন জান্নাতে যাওয়ার রাস্তা একটি।
আল্লাহ তার নবীকে দিয়ে বলে দিয়েছে বলুন "নিশ্চই আল্লাহ আমার রব তোমাদেরও রব অতএব তোমরা রবের এবাদত করো, এটিই সরল ও সঠিক পথ সিরাতে মুস্তাকিম]"।
(সুরা আল-ইমরান-৫১/মারইরাম-৫১/
যুখরুফ-৬৪)
এক তরিকা বা শুধুমাত্র শরিয়তের ব্যপারে মহান আল্লাহ বলেন>>
আল-জাসিয়া 45:18
ﺛُﻢَّ ﺟَﻌَﻠْﻨَٰﻚَ ﻋَﻠَﻰٰ ﺷَﺮِﻳﻌَﺔٍ ﻣِّﻦَ ﭐﻟْﺄَﻣْﺮِ ﻓَﭑﺗَّﺒِﻌْﻬَﺎ ﻭَﻟَﺎ ﺗَﺘَّﺒِﻊْ ﺃَﻫْﻮَﺍٓﺀَ ﭐﻟَّﺬِﻳﻦَ ﻟَﺎ ﻳَﻌْﻠَﻤُﻮﻥَ
এরপর আমি আপনাকে রেখেছি ধর্মের এক বিশেষ শরীয়তের উপর। অতএব, আপনি এর অনুসরণ করুন এবং অজ্ঞানদের খেয়াল-খুশীর অনুসরণ করবেন না।
ﺍَﻟﺴَﻼﻡُ ﻋَﻠَﻴْﻜُﻢ ﻭَﺭَﺣْﻤَﺔُ ﺍَﻟﻠﻪِ ﻭَﺑَﺮَﻛﺎﺗُﻪ
বিষয়ঃ চোরমুনাই এর নিজ লেখা বই থেকে
চরমুনাই পীরের ভন্ডামি দলিল সহ তুলে ধরা হলঃ
(১)মারেফতের পীর ও ওলীদের মর্যাদা
নবীদের চেয়েও বেশী।
(আশেক মাশুক পৃষ্ঠা-৮৮-৯০)
(২) আখেরাতে পীরগণ মুরিদের জন্য সুপারিশ করবে। (ভেদে মারেফত পৃষ্ঠা-৬০)
(৩) পীরের হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত
করে। (ভেদে মারেফত পৃষ্ঠা-১৫)
(৪) পীরের কাছে মুরীদ হওয়া ফরজ ।
( মাওয়ায়েজে এহছাকিয়া পৃষ্ঠা-৫৫)
(৫) আল্লাহর আন্দাজ নাই।
(ভেদে মারেফত পৃষ্ঠা-১৫)
(৬) শরীয়ত বহির্ভুত হলেও পীরের হুকুম মানা
মুরীদের জন্য বাধ্যতামূলক।
(আশেক মাশুক বা এস্কে এলাহী পৃষ্ঠা-৩৫)
(৭) পীর কাফন চোরকে হাত ধরিয়া পুলসিরাত পার করিয়া দিবেন। (ভেদে মারেফত পৃস্টা-২৭-২৮)
(৮)পরকালে পীর ও ওলীদের ক্ষমতার সীমা
থাকিবে না। (আশেক মাশুক পৃষ্ঠা-৮১)
(৯) পীর কেয়ামতের দিন সকল মুরীদের
গুনাহ মাফ করিয়ে দিবেন।
(ভেদে মারেফত পৃষ্ঠা-৩৪)
(১০) যার দুই পীর আছে তাকে দুই পীরে দুই ডানা ধরে জান্নাতে নিবে।
(মাওয়ায়েজে এহছাকিয়া পৃষ্ঠা-৫৫-৫৬)
(১১) আমি আল্লাহ পাকের দরবার থেকে জোরপূর্বক রুহ নিয়ে আসিয়াছি ।
(ভেদে মারেফত-পৃষ্ঠা-১৫)
(১২) পীরগণ কেয়ামতের দিবসে মুরীদগণকে সাহায্য করবে। (ভেদে মারেফত পৃষ্ঠা-২৫-২৬ ও আশেক মাশুক পৃষ্ঠা-৬৬-৮১)
(১৩) মৃত্যুর সময় পীর স্বীয় মুরীদকে শয়তান
থেকে বাঁচাতে পারেন। (ভেদে মারেফত পৃষ্ঠা-৩১)
চরমোনাই পীর জান্নাতে যাওয়ার ১২৬ তরীকা কোথায় পাইলেন? আল্লাহ বলেন জান্নাতে যাওয়ার রাস্তা একটি।
আল্লাহ তার নবীকে দিয়ে বলে দিয়েছে বলুন "নিশ্চই আল্লাহ আমার রব তোমাদেরও রব অতএব তোমরা রবের এবাদত করো, এটিই সরল ও সঠিক পথ সিরাতে মুস্তাকিম]"।
(সুরা আল-ইমরান-৫১/মারইরাম-৫১/
যুখরুফ-৬৪)
এক তরিকা বা শুধুমাত্র শরিয়তের ব্যপারে মহান আল্লাহ বলেন>>
আল-জাসিয়া 45:18
ﺛُﻢَّ ﺟَﻌَﻠْﻨَٰﻚَ ﻋَﻠَﻰٰ ﺷَﺮِﻳﻌَﺔٍ ﻣِّﻦَ ﭐﻟْﺄَﻣْﺮِ ﻓَﭑﺗَّﺒِﻌْﻬَﺎ ﻭَﻟَﺎ ﺗَﺘَّﺒِﻊْ ﺃَﻫْﻮَﺍٓﺀَ ﭐﻟَّﺬِﻳﻦَ ﻟَﺎ ﻳَﻌْﻠَﻤُﻮﻥَ
এরপর আমি আপনাকে রেখেছি ধর্মের এক বিশেষ শরীয়তের উপর। অতএব, আপনি এর অনুসরণ করুন এবং অজ্ঞানদের খেয়াল-খুশীর অনুসরণ করবেন না।