ঘোড়ায় বাধো জীন হে মুমিন,
ইলম ছড়াতে দেশ-দেশান্তর।
ইলম যে নবীর মীরাস,
রহমানী মীরাস রক্ষকই তো সফলতর।।
সময় যে হয়ে এল, চলো এবার
করোনা তো কমে গেছে এই যামানার।
তোমাদের হাজিরে হে তারকারাজি,
শিক্ষালয়টি হলো মনোহর।।
ঈমানের সাথে ইলমের হাফেয,
কে হবে গো তার চেয়ে উচ্চতর?
জান্নাতের অন্বেষী হলে হে পিয়াসু,
চরে বেড়াও, এ বাগ যে তোমারও।।
ইলমবৃক্ষ থেকে ফল করো আহরণ
শ্রান্ত হয়ো না, পিছু হটা তো বহুদূর।
শিক্ষার তেতো নিরবে যাও সয়ে, আরে
এটা তো জান্নাতের মোহর।।
মনকে করো সংঘবদ্ধ ইলম হাসিলে
বীরবেশে ঘুমের স্বাদকে তাড়ো।
এমনজনের হও রে সাথী, যে
কুঁড়েমিকে দূরে রাখে পরিশ্রমের চাদর'।।
প্রিয় শায়খদের সান্নিধ্য কর লাভ,
শত্রু ও জাহেলদের থেকে হও হুঁশিয়ার।
আরশের রবকে ডাকো: দেখাও সঠিক পথ
গোপনে-প্রকাশ্যে চালাও নিরন্তর।।
[করোনার পরে মসজিদে নববীতে ছাত্রদের সরাসরি উপস্থিতিতে প্রথম দারসে শায়খ সালেহ আল-উসয়মী হাফিযাহুল্লাহ এটা বলেছেন।]
--ইয়াকুব বিন আবুল কালাম
ইলম ছড়াতে দেশ-দেশান্তর।
ইলম যে নবীর মীরাস,
রহমানী মীরাস রক্ষকই তো সফলতর।।
সময় যে হয়ে এল, চলো এবার
করোনা তো কমে গেছে এই যামানার।
তোমাদের হাজিরে হে তারকারাজি,
শিক্ষালয়টি হলো মনোহর।।
ঈমানের সাথে ইলমের হাফেয,
কে হবে গো তার চেয়ে উচ্চতর?
জান্নাতের অন্বেষী হলে হে পিয়াসু,
চরে বেড়াও, এ বাগ যে তোমারও।।
ইলমবৃক্ষ থেকে ফল করো আহরণ
শ্রান্ত হয়ো না, পিছু হটা তো বহুদূর।
শিক্ষার তেতো নিরবে যাও সয়ে, আরে
এটা তো জান্নাতের মোহর।।
মনকে করো সংঘবদ্ধ ইলম হাসিলে
বীরবেশে ঘুমের স্বাদকে তাড়ো।
এমনজনের হও রে সাথী, যে
কুঁড়েমিকে দূরে রাখে পরিশ্রমের চাদর'।।
প্রিয় শায়খদের সান্নিধ্য কর লাভ,
শত্রু ও জাহেলদের থেকে হও হুঁশিয়ার।
আরশের রবকে ডাকো: দেখাও সঠিক পথ
গোপনে-প্রকাশ্যে চালাও নিরন্তর।।
[করোনার পরে মসজিদে নববীতে ছাত্রদের সরাসরি উপস্থিতিতে প্রথম দারসে শায়খ সালেহ আল-উসয়মী হাফিযাহুল্লাহ এটা বলেছেন।]
--ইয়াকুব বিন আবুল কালাম