গর্ভবতী পশু দ্বারা কুরবানী করা জায়েয। কারণ কোন পশুর গর্ভবতী হওয়া তার শারীরিক ত্রুটি নয় (১)। তবে গর্ভহীন পশু দ্বারা কুরবানী করা উত্তম। কারণ গর্ভবতী পশুর গোশত স্বাদে কম হয়ে থাকে (২)।
এক্ষণে পেটের বাচ্চা জীবিত বের হ'লে তাকে যবহ করে খাবে। আর মৃত বের হ'লেও খাওয়া যাবে। কারণ রাসূল (ছাঃ) বলেন, মায়ের যবহের মাধ্যমে গর্ভস্থ বাচ্চারও যবহ হয়ে যায়।(৩)
এক্ষণে পেটের বাচ্চা জীবিত বের হ'লে তাকে যবহ করে খাবে। আর মৃত বের হ'লেও খাওয়া যাবে। কারণ রাসূল (ছাঃ) বলেন, মায়ের যবহের মাধ্যমে গর্ভস্থ বাচ্চারও যবহ হয়ে যায়।(৩)
(১) ইবনু তায়মিয়াহ, মাজমূ'উল ফাতাওয়া ২৬/৩০৭)।
(২) আল-মাওসূ'আতুল ফিক্বহিয়া ১৬/২৮১; হাশিাতুল বুজায়রামী, ৪/৩৩৫)।
(৩) আবুদাউদ হা/২৮২৭; মিশকাত হা/৪০৯১; ইবনু তায়মিয়াহ, মাজমূ'উল ফাতাওয়া ২৬/৩০৭।
Attachments