খারেজী চিন্তাধারা লালিত হওয়ার কারণ
উবায়দ বিন আব্দুল্লাহ আল-জাবিরী হাফিযাহুল্লাহ বলেনঃ খারেজীপনায় লিপ্ত হওয়ার, বিশেষ করে এই যুগে, বেশ কয়েকটা কারণ আছেঃ
১) যোগ্যদের কাছ থেকে ইলম অর্জন না করা। আর যোগ্যরা হলো: আলেমরা অথবা ছাত্ররা- যারা আলেমদের থেকে জ্ঞান নিয়েছেন।
২) উল্টাপাল্টা শ্লোগানের আবেগী প্রভাব।
৩) বিভিন্ন সংগঠনের সাথে নিজেকে জড়িয়ে দেয়া।
৪) ভ্রষ্টতার প্রতি আহ্বানকারীদের সাথে মিশা। যারা যুবকদেরকে ধোঁকা দিচ্ছে। জিহাদ পুনরুজ্জীবিত এবং শরয়ী আইন বাস্তবায়নের লোভ দেখিয়ে।
৫) যুবকদের মাঝে এই চিন্তাধারার বইয়ের ছড়াছড়ি। যেমন, সাইয়েদ কুতুব ও তার অনুসারীদের বইসমূহ।
--(আল-ফাওয়ায়িদুল আকদিয়্যাহ ওয়াল কওয়াইদুল মানাহিজিয়্যাহ, ১৮২ পৃষ্ঠা)।