প্রশ্ন কোয়ান্টাম ফাউন্ডেশন সম্পর্কে জানতে চাচ্ছি ।

Joined
Mar 25, 2024
Threads
10
Comments
14
Reactions
125
বর্তমানে কোয়ান্টাম ফাউন্ডেশন এর কার্যক্রম সব জায়গায় ছড়িয়ে পড়েছে । কোয়ান্টাম ফাউন্ডেশন এর সম্পর্কে জানতে চাচ্ছি, আমাকে ৩ টা বই উপহার দেয়া হয়েছে, আমার বন্ধুদের ও উপহার দিয়ে যাচ্ছে আমাদের স্যার ( যদিও আমি সেভাবে তাদের বই পড়িনি এখনো ) । তবে আমার বন্ধুরা তাদের কথায় মুগ্ধ হয়ে যাচ্ছে, তাদের সামাজিক কার্যক্রম সম্পর্কে বলছে যেমন যাকাত, অ্যাম্বুলেন্স সার্ভিস, রক্তদান কর্মসূচী, এতিম বাচ্চা পালন বা এমন বহু কাজের কথা প্রচার করছে আমাদের মাঝে ।
আমি তাদের সম্পর্কে জানতে চাচ্ছি, তাদের আকিদা বা কাজ কর্মের সাথে কি ইসলামের কনফ্লিক্ট আছে ?
বিস্তারিত লিখলে উপকৃত হতাম ( দাওয়াতের ক্ষেত্রে ) ।
 
এই পোস্টটি আপনার উপকারে আসতে পারে ইনশাআল্লাহ

 
কোয়ান্টাম মেথড কেন এত বিধ্বংসী!

বন্ধুকে তো চেনা যায়—ক্ষেত্রবিশেষে শত্রুকেও! কিন্তু বন্ধুর বেশে হাজির হয় যে শয়তান, তাকে চিহ্নিত করা বেশিরভাগ সময়ই অসম্ভব কঠিন ও দুঃসাধ্য একটি কাজ!

সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়ে আপনার ইমানকে সুকৌশলে নষ্ট করে দিতে চায় যেই চিন্তাধারা, তার নাম কোয়ান্টাম মেথড।

আমাদের ধর্মপ্রাণ মুসলিমদের দেশে তারা সেই বন্ধুর বেশে শত্রু, যার হাতের তালুতে লুকোনো আছে বিষাক্ত খঞ্জর।

দিনদিন বাংলাদেশে জনপ্রিয় হতে থাকা কোয়ান্টাম মেথডকে নিরীহ একটি মেডিটেশনের ভাবধারা মনে হলেও গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় এটি আসলে একটি ধর্মের আকৃতিতে রূপরেখা গঠন করা। যেখানে কিছু হিন্দুধর্মের বাণী আছে, কিছু আছে ইসলামর, আর কিছুটা খ্রিষ্টধর্মের।

কোয়ান্টাম মেথড যদিও ধর্মীয় কোনো প্রতিষ্ঠান নয়, কিন্তু তারা ঠিকই ধর্মকে প্রতিনিয়ত নিজেদের মতো করে ব্যাখ্যা করে। বিশেষত ইসলামকে। সমস্যাটা ঠিক এখানেই।

কারণ ব্যাখ্যাগুলো হয় একান্তই তাদের মনগড়া আর এতে আছে অগণিত কুফরি আকিদা। যা একজন সরল মুসলিমের ইমান হরণ করার জন্য যথেষ্ঠ।

‘ইসলাম ও কোয়ান্টাম মেথড’ গ্রন্থটি এই ভ্রান্ত মতবাদের ভেতর-বাহির নিয়ে রচিত অসামান্য এক রচনা। তাদের পরিচিতি, পরিচালকের বৃত্তান্ত, চিন্তাধারা ও বাংলাদেশে তাদের কার্যক্রম, ইসলামের আকিদার সাথে তাদের মৌলিক পার্থক্য ও সাধারণ মুসলিমদের সাথে ছলচাতুরি ইত্যাদি বিষয় বইটিতে নির্ভরযোগ্য রেফারেন্সের সাথে তুলে ধরা হয়েছে।

কেউ যদি শুধুমাত্র একটি বই থেকে কোয়ান্টাম মেথডের ভ্রান্ত চিন্তাধারা ও ইসলামি জীবনবোধের সাথে তাদের বৈপরীত্যগুলোর অভারঅল একটি চিত্র পেতে চায়, তবে এটিই বাংলাভাষায় রচিত একমাত্র ও অনন্য গ্রন্থ।

একজন সচেতন মুসলিম হিসেবে বর্তমান সময়ের এই ছদ্মবেশী শত্রু সম্পর্কে নিজে জানুন ও অন্যকে সচেতন করুন। আল্লাহ আমাদের ইমান ও আকিদাকে সুরক্ষিত রাখুন। আমিন।

এই বইটি পড়ুন - ইসলাম ও কোয়ান্টাম মেথড
 
এই পোস্টটি আপনার উপকারে আসতে পারে ইনশাআল্লাহ

جزاك اللهُ خيرً
 
কোয়ান্টাম মেথড কেন এত বিধ্বংসী!

বন্ধুকে তো চেনা যায়—ক্ষেত্রবিশেষে শত্রুকেও! কিন্তু বন্ধুর বেশে হাজির হয় যে শয়তান, তাকে চিহ্নিত করা বেশিরভাগ সময়ই অসম্ভব কঠিন ও দুঃসাধ্য একটি কাজ!

সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়ে আপনার ইমানকে সুকৌশলে নষ্ট করে দিতে চায় যেই চিন্তাধারা, তার নাম কোয়ান্টাম মেথড।

আমাদের ধর্মপ্রাণ মুসলিমদের দেশে তারা সেই বন্ধুর বেশে শত্রু, যার হাতের তালুতে লুকোনো আছে বিষাক্ত খঞ্জর।

দিনদিন বাংলাদেশে জনপ্রিয় হতে থাকা কোয়ান্টাম মেথডকে নিরীহ একটি মেডিটেশনের ভাবধারা মনে হলেও গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় এটি আসলে একটি ধর্মের আকৃতিতে রূপরেখা গঠন করা। যেখানে কিছু হিন্দুধর্মের বাণী আছে, কিছু আছে ইসলামর, আর কিছুটা খ্রিষ্টধর্মের।

কোয়ান্টাম মেথড যদিও ধর্মীয় কোনো প্রতিষ্ঠান নয়, কিন্তু তারা ঠিকই ধর্মকে প্রতিনিয়ত নিজেদের মতো করে ব্যাখ্যা করে। বিশেষত ইসলামকে। সমস্যাটা ঠিক এখানেই।

কারণ ব্যাখ্যাগুলো হয় একান্তই তাদের মনগড়া আর এতে আছে অগণিত কুফরি আকিদা। যা একজন সরল মুসলিমের ইমান হরণ করার জন্য যথেষ্ঠ।

‘ইসলাম ও কোয়ান্টাম মেথড’ গ্রন্থটি এই ভ্রান্ত মতবাদের ভেতর-বাহির নিয়ে রচিত অসামান্য এক রচনা। তাদের পরিচিতি, পরিচালকের বৃত্তান্ত, চিন্তাধারা ও বাংলাদেশে তাদের কার্যক্রম, ইসলামের আকিদার সাথে তাদের মৌলিক পার্থক্য ও সাধারণ মুসলিমদের সাথে ছলচাতুরি ইত্যাদি বিষয় বইটিতে নির্ভরযোগ্য রেফারেন্সের সাথে তুলে ধরা হয়েছে।

কেউ যদি শুধুমাত্র একটি বই থেকে কোয়ান্টাম মেথডের ভ্রান্ত চিন্তাধারা ও ইসলামি জীবনবোধের সাথে তাদের বৈপরীত্যগুলোর অভারঅল একটি চিত্র পেতে চায়, তবে এটিই বাংলাভাষায় রচিত একমাত্র ও অনন্য গ্রন্থ।

একজন সচেতন মুসলিম হিসেবে বর্তমান সময়ের এই ছদ্মবেশী শত্রু সম্পর্কে নিজে জানুন ও অন্যকে সচেতন করুন। আল্লাহ আমাদের ইমান ও আকিদাকে সুরক্ষিত রাখুন। আমিন।

এই বইটি পড়ুন - ইসলাম ও কোয়ান্টাম মেথড
جزاك اللهُ خيرً
 
Similar threads Most view View more
Back
Top