আদব ও শিষ্টাচার কোন মুসলিম যদি অন্য মুসলিমের দেওয়া হাদিয়া নিয়ে দোষ বা অভিযোগ উপস্থাপন করে তাহলে এটি কি জায়েজ?

Joined
Jun 12, 2024
Threads
198
Comments
283
Solutions
1
Reactions
2,044
উত্তর : নাজায়েজ। হাদিয়া যদি সামান্য মূল্যেরও হয় তাহলে সেটি হাদিয়া গিফট হিসেবে নেবেন। সেটা কত দামের কত পয়সার কত মূল্য এসব দেখার বিষয় না হাদিয়ার ক্ষেত্রে।

আর হাদিয়া কবুল করতে হবে আপনার স্বতঃস্ফূর্তভাবে যার যেটা জুটেছে দিয়েছে যার যেটা জুটেছে সেটা দিয়েছে। যদি আপনি সেটা ব্যবহারের যোগ্য মনে না করেন তাহলে অন্য কাউকে দিয়ে দিবেন।

আপনার চাইতে অভাবী যারা রয়েছে বা যাদের প্রয়োজন রয়েছে তাদেরকে দিয়ে দেবেন।

কিন্তু কেউ হাদিয়া দিল আর বললেন এটা দেয় তিন পয়সার জিনিস এটা উত্তম চরিত্রের পরিপন্থী এটি ছোটলোকের পরিচয় ভদ্রলোকের শরিফ চরিত্রবান মানুষের পরিচয় নয় জ্বি।



উত্তর প্রদানে
শায়খ মতিউর রহমান মাদানী হাফি
৬ নং প্রশ্ন ১১ : ৩০ সেকেন্ড থেকে ১২ :৩৩ সেকেন্ড​

 
Last edited by a moderator:
উত্তর : নাজায়েজ। হাদিয়া যদি সামান্য মূল্যেরও হয় তাহলে সেটি হাদিয়া গিফট হিসেবে নেবেন। সেটা কত দামের কত পয়সার কত মূল্য এসব দেখার বিষয় না হাদিয়ার ক্ষেত্রে।

আর হাদিয়া কবুল করতে হবে আপনার স্বতঃস্ফূর্তভাবে যার যেটা জুটেছে দিয়েছে যার যেটা জুটেছে সেটা দিয়েছে। যদি আপনি সেটা ব্যবহারের যোগ্য মনে না করেন তাহলে অন্য কাউকে দিয়ে দিবেন।

আপনার চাইতে অভাবী যারা রয়েছে বা যাদের প্রয়োজন রয়েছে তাদেরকে দিয়ে দেবেন।

কিন্তু কেউ হাদিয়া দিল আর বললেন এটা দেয় তিন পয়সার জিনিস এটা উত্তম চরিত্রের পরিপন্থী এটি ছোটলোকের পরিচয় ভদ্রলোকের শরিফ চরিত্রবান মানুষের পরিচয় নয় জ্বি।



উত্তর প্রদানে
শায়খ মতিউর রহমান মাদানী হাফি
৬ নং প্রশ্ন ১১ : ৩০ সেকেন্ড থেকে ১২ :৩৩ সেকেন্ড​

আল্লাহ তাআলার কাছে সঠিক বুঝ প্রার্থনা করি
 
Similar threads Most view View more
Back
Top