Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 786
- Comments
- 941
- Reactions
- 8,263
- Thread Author
- #1
জবাব : সালাতের ওয়াক্ত হওয়ার পর কোনো নারী হায়েযগ্রস্ত হলে (যেমন- যোহর সালাতের ওয়াক্ত আসার আধা ঘন্টা পর হায়েয গ্রস্ত হলো) সে নারী ঋতু অবস্থা শেষে পবিত্রতা অর্জনের পর ছুটে যাওয়া সেই সালাতের কাযা আদায় করবে। আল্লাহ্ তা'আলা ইরশাদ করেন,
“নিশ্চয়ই সালাত মু’মিনদের উপর ওয়াক্ত অনুযায়ী ফরজ করা হয়েছে।” (সূরা নিসা, আয়াত ০৩) ওয়াক্ত হয়ে যাওয়ায় সেই নারীর উপর উক্ত সালাত ফরয হয়ে পড়েছিল কিন্তু সে তা আদায় করেনি। বিধায় হায়েয অবস্থার পর পবিত্রতা অর্জন করে সেই ছুটে যাওয়া ফর সালাতটি আদায় করবে।
সূত্রঃ 'জিজ্ঞাসা ও জবাব' বিভাগ, ৬৩ বর্ষ, ১৩-১৪ সংখ্যা, সাপ্তাহিক আরাফাত (বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের গবেষণামূলক পত্রিকা)
“নিশ্চয়ই সালাত মু’মিনদের উপর ওয়াক্ত অনুযায়ী ফরজ করা হয়েছে।” (সূরা নিসা, আয়াত ০৩) ওয়াক্ত হয়ে যাওয়ায় সেই নারীর উপর উক্ত সালাত ফরয হয়ে পড়েছিল কিন্তু সে তা আদায় করেনি। বিধায় হায়েয অবস্থার পর পবিত্রতা অর্জন করে সেই ছুটে যাওয়া ফর সালাতটি আদায় করবে।
সূত্রঃ 'জিজ্ঞাসা ও জবাব' বিভাগ, ৬৩ বর্ষ, ১৩-১৪ সংখ্যা, সাপ্তাহিক আরাফাত (বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের গবেষণামূলক পত্রিকা)
Last edited: