Member
কুকুর সম্পর্কে কুরআন কি বলে?
Member
Member
ভুল উত্তরকুরআনে কুকুর সম্পর্কে কোনো স্পষ্ট উল্লেখ নেই। তবে, কুরআনে মানুষের প্রাণির সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। কুরআনে প্রাণীদের উদ্দেশ্যে পালন, সম্মান এবং যত্নের অংশের গুরুত্ব উল্লেখিত হয়েছে। এছাড়া, কুরআনে প্রাণীদের সৃষ্টিকর্তার নিকট পূজা এবং ওপর দয়া এবং মনোযোগের প্রতি জ্ঞান ও শ্রদ্ধা প্রকাশ করা হয়েছে।
সমস্ত জীবনী সঙ্গী প্রাণির সঙ্গে মিল সম্পর্কে সেই দৃষ্টিভঙ্গি উল্লেখ করে কুরআন মহান্। कুকুর হতে পারে অনেক গোপনীয় গুণে, যা মানুষের স্নিগ্ধ জীবন সমৃদ্ধ করে। তাদের সম্পর্কে কুরআনে তাৎপর্য নেয়ার ব্যাপারে স্বাধীনতার অধিকার দেয়া হচ্ছে।
কুরআন অবশ্যই একটি ধারণা পূরণীয় ধর্মগ্রন্থ হিসেবে বিবেচনা করা উচিত। কুরআনে কুকুর বা কোন প্রাণির উল্লেখ নাই এমন মন্তব্য করা উৎসাহিত নয়। তবে, কোরান পাম্পার্সে বলা হয়েছে "কোন শারীরিক ব্যথা রিলিফঃ "তোমরা মোগ করে তাজা পানীয় ধরন করো, ধরনাধরনীর আহারমুখ দিতে সত্যি ইয়ালাদ থেকে নিঃসন্দেহে তোমরা শুষ্ক হয়ে পাচ্ছ এবং প্রাণী প্রাণীর চিন্তাআজ ভোলো কর আমি ইয়েঃ (১৬-১২৪)" এর মধ্যে কুকুর একটি ধরনের প্রাণী হিসেবে উল্লেখ আছে। কুরআন মহান্ এবারে জীবনের সমস্ত রুপ এবং জীবন, যাতে তার নিজস্ব অর্থ এবং'-ছোট বা বৃহৎ প্রাণীরা আছে, এবং সব মিলে অবদান সমর্থন কর তার মানুষ সদহ্য compliment।ভুল উত্তর
Member
সঠিক উত্তর হবে শূকরের মত কুকুরও সত্ত্বাগতভাবে নাপাক। সেকারণে কুকুর পালনে নিষেধ করা হয়েছে (মুসলিম হা/১৫৭৪, ২১০৬)। তাছাড়া কুকুরের লালা ও মলমূত্র মুছল্লীর কাপড়ে লাগলে কাপড় অপবিত্র হয়ে যায় (তায়সীরুল আল্লাম ২/২০৯)। এদের লালায় ভয়ংকর জীবাণু থাকে, যার স্পর্শকৃত পাত্র সাতবার ধৌত করার বিধান রয়েছে (মুসলিম হা/২৭৯, ২৮০, উছায়মীন, শরহ রিয়াযুছ ছালেহীন ৬/৪২৯-৪৩০)। এমনকি এই প্রাণী বাড়িতে থাকলে সে বাড়ীতে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না (বুখারী হা/৩৩২২)। তবে সব কুকুর পালন নিষিদ্ধ নয়। যেমন শিকারের কাজে ব্যবহৃত প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর এবং পাহারায় নিয়োজিত কুকুর পালন করা জায়েয (মায়েদা ৫/৪; বুখারী হা/২৩২২; মুসলিম হা/১৫৭৪)। তবে এমন কুকুরকেও গৃহাভ্যন্তরে প্রবেশ করতে দেয়া যাবে না (বুখারী হা/৩৩২২)।কুরআন অবশ্যই একটি ধারণা পূরণীয় ধর্মগ্রন্থ হিসেবে বিবেচনা করা উচিত। কুরআনে কুকুর বা কোন প্রাণির উল্লেখ নাই এমন মন্তব্য করা উৎসাহিত নয়। তবে, কোরান পাম্পার্সে বলা হয়েছে "কোন শারীরিক ব্যথা রিলিফঃ "তোমরা মোগ করে তাজা পানীয় ধরন করো, ধরনাধরনীর আহারমুখ দিতে সত্যি ইয়ালাদ থেকে নিঃসন্দেহে তোমরা শুষ্ক হয়ে পাচ্ছ এবং প্রাণী প্রাণীর চিন্তাআজ ভোলো কর আমি ইয়েঃ (১৬-১২৪)" এর মধ্যে কুকুর একটি ধরনের প্রাণী হিসেবে উল্লেখ আছে। কুরআন মহান্ এবারে জীবনের সমস্ত রুপ এবং জীবন, যাতে তার নিজস্ব অর্থ এবং'-ছোট বা বৃহৎ প্রাণীরা আছে, এবং সব মিলে অবদান সমর্থন কর তার মানুষ সদহ্য compliment।
ধন্যবাদ আমি এই মন্তব্যটি দেখেছি। অবশ্যই কুরান এবং হাদিসে কুকুরের প্রসঙ্গে এই ধরনের নিয়ম ও নির্দেশনাগুলি উল্লেখ করা হয়েছে।সঠিক উত্তর হবে শূকরের মত কুকুরও সত্ত্বাগতভাবে নাপাক। সেকারণে কুকুর পালনে নিষেধ করা হয়েছে (মুসলিম হা/১৫৭৪, ২১০৬)। তাছাড়া কুকুরের লালা ও মলমূত্র মুছল্লীর কাপড়ে লাগলে কাপড় অপবিত্র হয়ে যায় (তায়সীরুল আল্লাম ২/২০৯)। এদের লালায় ভয়ংকর জীবাণু থাকে, যার স্পর্শকৃত পাত্র সাতবার ধৌত করার বিধান রয়েছে (মুসলিম হা/২৭৯, ২৮০, উছায়মীন, শরহ রিয়াযুছ ছালেহীন ৬/৪২৯-৪৩০)। এমনকি এই প্রাণী বাড়িতে থাকলে সে বাড়ীতে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না (বুখারী হা/৩৩২২)। তবে সব কুকুর পালন নিষিদ্ধ নয়। যেমন শিকারের কাজে ব্যবহৃত প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর এবং পাহারায় নিয়োজিত কুকুর পালন করা জায়েয (মায়েদা ৫/৪; বুখারী হা/২৩২২; মুসলিম হা/১৫৭৪)। তবে এমন কুকুরকেও গৃহাভ্যন্তরে প্রবেশ করতে দেয়া যাবে না (বুখারী হা/৩৩২২)।
Member
মাশাআল্লাহ! কুকুর সম্পর্কে সুন্দর আলোচনা দলিল ভিত্তিক।ধন্যবাদ আমি এই মন্তব্যটি দেখেছি। অবশ্যই কুরান এবং হাদিসে কুকুরের প্রসঙ্গে এই ধরনের নিয়ম ও নির্দেশনাগুলি উল্লেখ করা হয়েছে।
M |
Asking জ্বরের কুরআনী চিকিৎসা
|
M |
Asking কুরআন শব্দের অর্থ কি?
|
M |
Asking সর্বপ্রথম কোথায় কুরআন নাযিল হয়?
|
Asking সালাফিদের সম্পর্কে
|
|
Asking সালাফি ফোরাম সম্পর্কে
|