Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Top Active User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 985
- Comments
- 1,171
- Solutions
- 1
- Reactions
- 10,781
- Thread Author
- #1
'কাদারী' অর্থ, তাকদীরের সাথে সম্পর্কিত দল বা ফিরকা। তাকদীরকে অস্বীকার করে বলে তাকদীর বা কাদার এর দিকে নিসবত করে তাদেরকে 'কাদারিয়্যাহ' বলা হয়। অর্থাৎ, তাকদীরের সাথে সম্পর্কিত দল বা তাকদীরের সাথে সম্পর্কিত ব্যক্তিগণ। যারা আল্লাহর পূর্ব নির্ধারণ বা তাকদীর অস্বীকার করেন তাদেরকে 'কাদারিয়্যাহ' বলা হয়। কাদারিয়্যাহ সম্প্রদায় বিশ্বাস করেন যে, মহান আল্লাহ পূর্ব থেকে কিছু জানেন না, বরং যখন যা ঘটে তখন তিনি জানেন।
উল্লেখ্য যে, মু'তাযিলাগণ কাদারিয়্যাহ ফিরকার সকল মূলনীতি গ্রহণ করে। এজন্য অনেকেই মু'তাযিলা ও কাদারিয়্যাহ এক ফিরকা বলেই গণ্য করেছেন।
উল্লেখ্য যে, মু'তাযিলাগণ কাদারিয়্যাহ ফিরকার সকল মূলনীতি গ্রহণ করে। এজন্য অনেকেই মু'তাযিলা ও কাদারিয়্যাহ এক ফিরকা বলেই গণ্য করেছেন।
সূত্রঃ 'সহীহ ইসলামী আকিদা' বই থেকে, পৃঃ ১৯৬; লেখক- ড. মুহাম্মাদ সাইফুল্লাহ (প্রকাশনীঃ মাকতাবাত আল মুফলিহুন)