সালাফী আকিদা ও মানহাজে

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

SignUp Now!

কম্পিউটারে আরবি ব্লাইন্ড টাইপিং

Arman_Bhuiyan

Salafi
Salafi User
Joined
Nov 5, 2024
Threads
22
Comments
44
Reactions
266
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

ডিজিটাল এই যুগে আমরা প্রতিনিয়ত টেকনোলজির উপর নির্ভরশীল হয়ে গেছি। হাতে কলমে আরবি লেখা অনেকে জানলেও কম্পিউটারে হয়তো আরবি লেখা জানা নেই বা কখনো শেখা হয় নি। কপি করে বা অনলাইন ট্রান্সলিটারেশন টুল ব্যবহার করেই যেনো কাজ চালাতে হয়। এটা আমার নিজের জন্যেও একটা সমস্যা। তারপর আবার অনেকেরই সুধু বাংলা ইংরেজি কি-বোর্ড লে-আঊট (অক্ষরসমুহ) হওয়ার কারনে আরবি দেখে দেখে টাইপ প্র্যাকটিস করতে অসুবিধা হয়।

একটু রিসার্চ এর পর সবশেষে যা আমি বুঝলাম তা হল আরবি কি-বোর্ড থাকলে বা না থাকলেও ব্লাইন্ড টাইপিং শেখাটাই বেস্ট। টাইপ করার জন্যে কি-বোর্ডের দিকে না তাকিয়ে স্কিনের দিকে তাকিয়ে টাইপ আয়ত্ত করাই ব্লাইন্ড টাইপিং বলে এবং টাইপিং এ ভালো স্পিড এর জন্যে এই স্কিল আবশ্যক। তাই আমি শেয়ার করছি একটি টাইপিং প্র্যাক্টিস টুল/কোর্স যা আমি নিজেই শেখা শুরু করেছি। আশা করছি সব লেসন গুলা কমপ্লিট করতে পারলে মোটামোতী ব্লাইন্ড টাইপিং এ হাতে খড়ি হবে।


কিছু ইন্সট্রাকশনঃ
  • চেস্টা করবেন ডেইলি অন্তত একটা লেসন ২ বার প্যাক্টিস করতে।
  • কি-বোর্ড এ আঙ্গুল প্লেস করার পর অবশ্যই না তাকিয়ে প্র্যাক্টিস করতে।
  • ভুল হোক, স্লো হোক কোনো সমস্যা নেই কিন্তু তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে মাসেল মেমরি বিল্ড করতে হবে যাতে একটা অক্ষর কোথায় আছে আঙ্গুল নিজের সেখানে যায়।
  • একটা নির্দিষ্ট সময় পর পর আগের লেসন গুলা রিভাইস করা।
  • পুরো কোর্সটা কম্পলিট করা এবং প্যাক্টিস চালিয়ে যাওয়া।


অবশ্যই আপনার কম্পিঊটারে আরাবিক ল্যাঙ্গুয়েজ প্যাক ইন্সটল করা থাকতে হবে, এটা করতে না পারলে ইউটিউবে ইনফো পাবেন অথবা কমেন্ট করতে পারেন আমি চেস্টা করবো গাইড করার।

01 .png


লেসন এ ক্লিক করলে আপনাকে পরের ধাপে নিয়ে যাবে যা নিচের ছবিতে দেখা যাচ্ছে। ব্ল মানে হল সিলেক্ট করা, সিঙ্গেল লাইন ভার্সেস প্যারাগ্রাফ স্টাইলে আরবি থাকবে যা দেখে প্র্যাক্টিস করবেন। আমি সিঙ্গেল লাইন দিয়েই করি, আপনি আপনার পছন্দ অনুযায়ি করবেন। তারপর নিচের লাল রঙের বাটনে ক্লিক করলেই লেসন শুরু হবে।

ALT + SHIFT e ক্লিক করে উইন্ডোজ এ ল্যাঙ্গুয়েজ আরবি সিলেক্ট করে নিবেন টাইপ শুরুর পুর্বে। লেসন শেষ হওয়ার পর উপরে বামে ২টা অপশন পাবেন। খারিজ বা লেসন অফ করার এবং আরেকটা হল পুনরায় লেসনটা রিপিট করার জন্যে।

02.png




এছাড়া লেসন শেষ হলে আপনার WPM (স্পিড), একুরেসি এবং কোন হারফের উপর ভালো মন্দ স্কোর দেখানো হবে। আল্লাহ আমাকে এবং যারা শুরু করবেন সবাইকে আরবি টাইপ শেখার তাওফিক দান করুন।এবং যারা ফ্রিতে এই টুলটি অবমুক্ত করে দিয়েছে তাদের উত্তম প্রতিদান করুন।

জাজাকুমুল্লাহু খইরান।
 
Last edited by a moderator:
Back
Top